রংপুরে ডিস ও ইন্টারনেট তার চুরির সিন্ডিকেট হঠাৎ করে সক্রিয় হয়ে উঠেছে। নগরীতে প্রায়শই ৮/১০টি কোম্পানীর ইন্টারনেট তার চুরির ঘটনায় সেবা বঞ্চিত ছিল গ্রাহকরা। যারা মুলত ইন্টারনেট ব্যবসা করেন তারাও হদিস পাচ্ছিলেন না কিভাবে মুল ফাইবার তারগুলি চুরি হচ্ছিল। বিভিন্ন সময় থানা পুলিশকে বিষয়টি জানানো হলেও তারা কুল কিনারা পাচ্ছিলেন না। ফলে নগরীর বিভিন্ন ইন্টারনেট পোলে সিসি ক্যামেরা সংযুক্ত করা হয়। এর পরেই বেরিয়ে আসে তার চুরি সিন্ডিকেটের মুল হোতা। গত সোমবার বিকেলে নগরীর মুলাটোল এলাকা থেকে ইন্টারনেট সংযোগের তার চুরি করার অভিযোগে সুলতান উদ্দিন ওরফে ডিস সুলতানকে (৪০) গ্রেফতার করেছে রংপুর মেট্রোপলিটন পুলিশ। মঙ্গলবার বিষয়টি নিশ্চিত করেছেন আরপিএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ডিবি এ- মিডিয়া) উত্তম প্রসাদ পাঠক।
পুলিশ জানায়, রংপুর মেট্রোপলিটন কোতোয়ালি থানা পুলিশ ষ্টেশন রোড আহার বিল্ডিং (শাহী মসজিদের বিপরীত পার্শ্বে) সংলগ্ন রাস্তার পার্শ্বে বৈদ্যুতিক পিলার থেকে ডিমলাইট ক্যাবল চুরি করার অপরাধে আসামি মুলাটোল আমতলা এলাকার মৃত তোফাজ্জল হকের পুত্র মোঃ সুলতান উদ্দিন @ ডিস সুলতানকে (৪০) গ্রেফতার করা হয়। পরবর্তীতে এ সংক্রান্তে কোতোয়ালি থানায় দন্ডবিধি ৩৭৯ ধারায় মামলা রুজু করা হয়। গত ৩ জুলাই ভোরে নগরীর স্টেশন রোড আহার বিল্ডিং সংলগ্ন রাস্তার পার্শ্বে বৈদ্যুতিক পিলার থেকে গ্রান্ড হোটেল মোড়ের ডান দিকে সেনপাড়া রোডের পার্শ্ববর্তী রাস্তায় বৈদ্যুতিক পিলারে প্রায় ১ কিলোমিটার বিস্তৃত মায়া সাইবার ওয়ার্ল্ডের ইন্টারনেট সার্ভিসের তারসহ সরঞ্জমাদি চুরি হয়ে যায়। যার অনুমানিক মুল্য ৯২ হাজার টাকা। সিসিটিভি ফুটেজ থেকে জানা যায় সুলতান উদ্দিন ওরফে ডিস সুলতানের নেতৃত্বে ওইদিন ভোরে তারগুলো চুরি করা হয়। এ ঘটনায় মায়া সাইবার ওয়ার্ল্ডের এজিএম বিশ্বজিৎ সরকার শিমুল মেট্রোপলিটন কোতোয়ালি থানায় ডিস সুলতানের নামে মামলা দায়ের করেন।
মায়া সাইবার ওয়ার্ল্ডের এজিএম বিশ্বজিৎ সরকার শিমুল জানান, আমরা গত ৩ জুলাই ভোরে জানতে পারি নগরীর সকল উন্টারনেট লাইন বিচ্ছিন্ন। আমি অফিসে গিয়ে সিস্টেম এডমিনকে বিষয়টি জানালে তিনি চেক করে জানান, আমাদের কোম্পানীর সমুদয় সংযোগ বিচ্ছিন্ন আছে। পরবর্তিতে আমরা খোঁজ নিয়ে জানতে পারি ইন্টারনেট ক্যাবলের মুল ফাইবার তার চুরি হয়েছে। এ তার দিয়ে আমরা রংপুর বিভাগে সার্ভিস দিতাম। পরে সিসিটিভি ফুটেজে তার চুরির মুল হোতাকে আমরা সনাক্ত করি।
আরপিএমপি কোতোয়ালি থানার ওসি আবদুর রশিদ বলেন, অভিযোগ পাওয়ার পর আসামি গ্রেফতারে অভিযান পরিচালনা করা হয়। পুলিশী তৎপরতার কারণে আসামীকে গ্রেফতারসহ চুরি যাওয়া মালামাল উদ্ধার করতে সক্ষম হয়েছি। এ ঘটনায় আর কেউ জড়িত রয়েছে কি না তা তদন্ত করা হচ্ছে।