রংপুরে নকল পণ্য তৈরির কারখানায় অভিযান চালিয়েছে রংপুর মেট্রোপলিটন ডিবি পুলিশ ও জেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালত। অভিযানে একটি কারখানা থেকে বিপুল পরিমাণ নকল ভিক্সল, হারপিক ও স্যাভলনসহ বিভিন্ন প্রসাধনী ও তৈরির সরঞ্জামাদি জব্দ করা হয়। প্রতিষ্ঠানটির মালিককে অর্থদ-াদেশ দেয়া হয়।
মঙ্গলবার (৭ জুলাই) বিকেলে রংপুর নগরীর খাসবাগ এলাকায় জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রায়হানুল ইসলাম এই অভিযান পরিচালনা করেন। এ ব্যপারে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার উত্তম প্রসাদ পাঠক জানান, গোপন সংবাদের ভিত্তিতে নগরীর খাসবাগ এলাকায় নকল ভিক্সল, হারপিক, স্যাভলন প্রভৃতি তৈরির কারখানায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় অনুমোদনহীন ওই কারখানায় নকল পণ্য উৎপাদন কার্যক্রম পরিচালনার জন্য প্রতিষ্ঠানের মালিককে ৫০ হাজার টাকা অর্থদ- আরোপ ও আদায় করা হয়।