শেরপুরের নালিতাবাড়ী উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি, পৌরসভার সাবেক প্রথম মেয়র বীর মুক্তিযোদ্ধা আবদুল হালিম উকিল (৬৮) করোনার সাথে লড়াই করে চিরনিদ্রায় শায়িত হলেন। রোববার (৫ জুলাই) মধ্যরাতে বাংলাদেশ-কুয়েত মৈত্রী হাসপাতালে তিনি ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি--রাজিউন)।
তাঁর ছোট ভাই নালিতাবাড়ী শহর আওয়ামী লীগের সভাপতি হাবিবুর রহমান দিপু জানান, করোনা শনাক্ত হওয়ার পর গত ২৪ জুন সাবেক মন্ত্রী মতিয়া চৌধুরী তাঁকে কুয়েত মৈত্রী হাসপাতালে ভর্তি করান। ভর্তির পর প্লাজমা থেরাপি দিয়ে তাঁর চিকিৎসা চলছিল। কিন্তু রোববার রাত ১১টার দিকে তিনি বাথরুমে গিয়ে হৃদরোগে আক্রান্ত হন এবং মারা যান। সোমবার (৬ জুলাই) করোনার কাছে হেরে রাষ্ট্রীয় মর্যাদায় চির নিদ্রায় শায়িত হলেন।
বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের অধিকারী আবদুল হালিম সবার কাছে উকিল নামে পরিচিত ছিলেন। ছাত্রজীবন থেকেই ছাত্রলীগের রাজনীতির সাথে জড়িত হন। বাংলাদেশ ছাত্রলীগের অবিভক্ত জামালপুর-শেরপুর জেলার সহ-সভাপতি, নালিতাবাড়ী উপজেলা যুবলীগের সভাপতি, সম্পাদক ও ছাত্রলীগের সভাপতি ও সম্পাদকের দায়িত্ব পালন করেন। এ ছাড়া নালিতাবাড়ী-কাঁকরকান্দি ইউপি চেয়ারম্যান, পৌর সভার দুই বারের মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি ছিলেন। এছাড়াও তিনি জেলা আওয়ামী লীগের সদস্য হিসাবে দায়িত্বে ছিলেন। তিনি। ১৯৭৫ সালে বঙ্গবন্ধুকে স্ব-পরিবারের হত্যার প্রতিবাদ করেন। পরে একটি মিথ্যা অস্ত্র মামলায় জেল খাটেন। মুক্তিযুদ্ধের সময় তিনি ১১ নং সেক্টরে যুদ্ধ করেন। ঝিনাইগাতীর ঐতিহাসিক কাটাখালী যুদ্ধে পাক হানাদার বাহিনীর সঙ্গে সম্মুখ যুদ্ধে অংশ নেন। ১৯৭১ সালের ৬ জুলাই সেই যুদ্ধে ডিনামাইট বিস্ফোরক দিয়ে তিনি কাটাখালি ব্রীজ উড়িয়ে দেন।
আব্দুল হালিম উকিলের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য সাবেক কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী, জেলা আওয়ামী লীগের সভাপতি হুইপ আতিউর রহমান আতিক, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় এলামনাই অ্যাসোসিয়েশনের নির্বাহী সম্পাদক কৃষিবিদ বদিউজ্জামান বাদশা, শেরপুর-৩ আসনের এমপি ফজলুল হক, জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক চন্দন কুমার পাল, সাবেক সচিব আঃ সামাদ ফারুক, জেলা আওয়ামী লীগ সদস্য সরকার গোলাম ফারুক, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার নূরল ইসলাম হিরো, নালিতাবাড়ী উপজেলা পরিষদের চেয়ারম্যান মোকছেদুর রহমান লেবু, নকলা উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ মোহাম্মদ বোরহান উদ্দিন, মেয়র আবু বক্কর সিদ্দিক, নাজমুল স্মৃতি সরকারী বিশ্ববিদ্যালয় কলেজের সাবেক জিএস মোঃ আসাদুজ্জামান সোহেলসহ বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান ও বিভিন্ন স্থান হতে আগত আরো নের্তৃবৃন্দ।
বেগম মতিয়া চৌধুরী তাঁর শোক বার্তায় বলেন, উকিল আওয়ামী লীগের একজন নিবেদিত প্রাণ নেতা ছিলেন। কর্মীবান্ধব হালিম উকিলের অকাল মৃত্যুতে আমি একজন বিশ্বস্ত সহযোদ্ধাকে হারালাম। আল্লাহপাক তাঁকে জান্নাতবাসী করুক এ প্রার্থণা করি।