স্বাস্থ্যবিধি মেনে রংপুরে নানা কর্মসূচীর মধ্যদিয়ে বাংলাদেশ যুবমহিলালীগের ১৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। সোমবার রংপুর মহানগর যুবমহিলালীগের উদ্যোগে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নগরীর বঙ্গবন্ধু চত্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ম্যুরালে শ্রদ্ধাঞ্জলী জানানো হয়। পরে সেখানে সংক্ষিপ্ত আলোচনা অনুষ্ঠিত হয়। আলোচনা করেন প্রধান অতিথি রংপুর মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তুষার কান্তি মন্ডল। রংপুর মহানগর যুবমহিলালীগের আহ্বায়ক শাহানাজ বিউটি এর সভাপতিত্বে বক্তব্য রাখেন রংপুর মহানগর যুবমহিলালীগের যুগ্ম আহ্বায়ক অনিতা মোহন্ত, সদস্য অন্তরা রায়, রংপুর মহানগর যুবমহিলালীগের ১৭ নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক নাজমা আহসান, ২৬ নং ওয়ার্ডের সভাপতি শিলা চৌধুরী, ২৪ নং ওয়ার্ডের সভাপতি হেমা রানী, সাধারণ সম্পাদক ঝর্ণা বসাক, ২২ নং ওয়ার্ডের সভাপতি ডাঃ রহিমা বেগম প্রমুখ।