রংপুরের পীরগাছায় সড়ক দুর্ঘটনায় সানু চন্দ্র রায় (৪৩) নামের এক শিক্ষকের মৃত্যু হয়েছে। এ সময় তার স্ত্রী গুরুতর আহত হয়।
সোমবার দুপুরে উপজেলা সদরের শাপলা চত্ত্বর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহত সানু চন্দ্র রায় উপজেলা সদর ইউনিয়নের অনন্তরাম পাকারমাথা গ্রামের রমেশ চন্দ্র রায়ে ছেলে ও পীরগাছা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক।
বিষয়টি নিশ্চিত করেছেন পীরগাছা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তাফিজার রহমান রেজা।
প্রত্যক্ষদশী সুত্রে জানা যায়, সানু চন্দ্র রায় তার স্ত্রী রিমা রানীসহ মোটর সাইকেল যোগে রংপুর যাওয়ার সময় পীরগাছা বাজারের শাপলা চত্ত্বর নামক স্থানে পৌছলে অপরদিক থেকে আসা পি-কাপ ভ্যানের মুখোমুখি সংর্ঘষ হয়। এতে ঘটনাস্থলে সানু চন্দ্র রােেয় মৃত্যু হয় ও তার স্ত্রী গুরুতর আহত হন। এসমম পিকাপ নিয়ে চালক পালিয়ে যায়।