সোমবার সকালে দড়াটানার ভৈরব চত্বরে হোমিওপ্যাথিক ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (এইচ ড্যাব) এর উদ্যোগে যশোরে করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে বিনামূল্যে হোমিওপ্যাথিক ঔষুধ বিতরণ করা হয়। বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিতের সার্বিক সহযোগীতায় প্রায় এক হাজার মানুষের মাঝে এই ঔষুধ বিতরণ করা হয়।
এইচ ড্যাব কেন্দ্রীয় কমিটির সহসভাপতি ডাঃ রফিকুল ইসলাম রতনের সভাপতিত্ত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যশোর জেলা বিএনপির সদস্য সচিব এ্যাড. সৈয়দ সাবেরুল হক সাবু, যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন খোকন, সদস্য আবদুস সালাম আজাদ, কাজী আজম, সাবেক যুবনেতা এহতেশামুল হক পাপ্পু, জেলা যুবদলের যুগ্মসম্পাদক নাজমুল হোসেন বাবুল, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারন সম্পাদক মোস্তফা আমীর ফয়সাল, সহ-সভাপতি নির্মল কুমার বীট, ছাত্রদলের সাধারন সম্পাদক কামুরুজ্জামান বাপ্পি, মৎসজীবী দলের যুগ্মআহবায়ক হাসানুজ্জামান বাবলু, হোমিওপ্যাথি চিকিৎসকগন ও বিএনপির অংগ-সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।