ডিপিডিসি’র নির্বাহী পরিচালক জয়ন্ত কুমার সিকদার কে বিদ্যুৎ বিভাগ থেকে বদলী করে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ে
ন্যাস্ত করা হয়েছে। তাকে কিশোর-কিশোরী ক্লাব স্থাপন প্রকল্পের পরিচালক পদে নিয়োগ দেওয়া হয়েছে। গত ৫ই জুলাই ২০২০ রোজ রোববার জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রেষণ-১ অধিশাখার উপসচিব মোহাম্মদ আবুল কালাম আজাদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপন (স্মারক নং-০৫.০০.০০০০.১৩১.১৯.০০২.২০.৪৫৯) এই আদেশ জারি করা হয়।
ডিপিডিসি’র একাধিক সূত্র জানায়, তার বিরুদ্ধে গত এক বছরে অনেক অভিযোগ রয়েছে। সংস্থাটির কর্মকর্তা-কর্মচারীদের বদলী, পদন্নতি ও নিয়োগে তার বিরুদ্ধে উৎকোচ নেয়ার একাধিক অভিযোগ রয়েছে। এমনকি কর্মকর্তাদের বিদেশ ভ্রমণের তালিকায় করতে গিয়ে তাদের কাছ থেকে বিশেষ সুবিধা নেয়। অপরদিকে নির্দিষ্ট কিছু ঠিকাদার কে উৎকোচের বিনিময়ে উচ্চ মুল্যে কাজ পাইয়ে দেয়ার একাধিক অভিযোগ রয়েছে। এ বিষয়ে দুর্নিতি দমন কমিশনে একাধিক ঠিকাদার অভিযোগও দিয়েছেন। সম্প্রতি বেশ কিছু গণমাধ্যমে তার দুর্নিতি নিয়ে একাধিক প্রতিবেদনও প্রকাশ করেছে।
বিদ্যুৎ মন্ত্রণালয়ের সূত্র জানায়, তার অভিযোগের বিষয়ে মন্ত্রণালয় অবগত হয়ে তাকে বদলি করার জন্য জনপ্রশাসন মন্ত্রণালয় কে অনুরোধের পর, জনপ্রশাসন মন্ত্রণালয় তার বিরুদ্ধে এই ব্যবস্থা গ্রহণ করে।
এদিকে ডিপিডিসি’র একাধিক সূত্র জানায়, জয়ন্ত কুমার সিকদার তার বদলি স্থগিত করার জন্য সরকারের একাধিক মহলে তদবির করছেন। তাকে রক্ষার করার জন্য সুবিধা ভোগি ঠিকাদাররা এখন মাঠে নেমেছে।