করোনার উপসর্গ জ্বর, সর্দি ও শ্বাসকষ্ট নিয়ে নওগাঁর মান্দা উপজেলা চেয়ারম্যান ও মান্দা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সরদার মো. জসিম উদ্দিন (৭৮) মারা গেছেন (ইন্নালিল্লাহী ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ সোমবার সকাল ৮টায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
মান্দা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মুহাম্মদ মশিউর রহমান এ তথ্য নিশ্চিত করেন।
মারা যাওয়ার সময় তিনি চার মেয়ে, তিন ছেলে, নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। প্রায় চার দশক ধরে মান্দা উপজেলা আওয়ামী লীগের গুরুত্বপূর্ণ পদে থেকে অত্যন্ত নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করেন তিনি।
নিহতের পরিবার ও মান্দা উপজেলা স্বাস্থ্য বিভাগ সুত্রে জানা যায়, গত বুধবার থেকে জ্বর, সর্দি ও শ্বাসকষ্টের সদস্যায় ভুগছিলেন তিনি। গত শনিবার নিজ বাড়ি থেকে করোনা পরীক্ষার জন্য তাঁর নমুনা সংগ্রহ করেন স্থানীয় স্বাস্থ্যকর্মিরা। শ্বাসকষ্ট বেড়ে যাওয়ায় গতকাল রোববার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দিয়ে তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছিল। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ সোমবার সকাল ৮টায় তাঁর মৃত্যু হয়।
উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা আরও বলেন, সরদার জসিম উদ্দিন দীর্ঘদিন ধরে ডায়াবেটিস ও হার্টের সমস্যায় ভুগছিলেন। করোনাভাইরাসের উপসর্গ দেখা দেয়ায় নিজ বাড়িতে থেকেই চিকিৎসা নিচ্ছিলেন তিনি।
স্বাস্থ্য কর্মকর্তা আরও বলেন, স্বাস্থ্যবিধি মেনেই তার লাশ দাফনের কাজ সম্পন্ন করা হবে। নিহতের পরিবারের সদস্যদের নমুনা পরীক্ষার ফল না আসা পর্যন্ত কোয়ারেন্টিনে থাকতে বলা হয়েছে।
এদিকে মান্দা উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সরদার জসিম উদ্দিনের মৃত্যুতে শোক ও পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী মুহা. ইমাজ উদ্দিন প্রামানিক এমপি। তিনি বলেন,‘আমার দীর্ঘ রাজনৈতিক জীবনের একজন সহযোদ্ধাকে হারালাম। এ ক্ষতি পুরণ হবার নয়। উপজেলা আওয়ামী লীগ একজন ত্যাগী নেতাকে হারাল। আমি তাঁর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি।’
মান্দা উপজেলা নির্বাহী অফিসার আব্দুল হালিম জানান, ‘উপজেলা পরিষদের চেয়ারম্যান সরদার জসিম উদ্দিনকে স্বাস্থ্যবিধি মেনেই গার্ড অফ অনার প্রদানসহ দাফন করা হবে।