রংপুরের পীরগাছা স্বাস্থ্য কমপ্লেক্সের করোনা আইসোলেশন ইউনিটের জন্য দুইটি অক্সিজেন সিলিন্ডার প্রদান করেছে বুয়েট ছাত্রলীগের সাবেক নেতারা। করোনা ভাইরাসে আক্রান্ত শ্বাসকষ্ঠে ভোগা মুমুর্ষ রোগীদের অক্সিজেন সরবরাহের জন্য সোমবার দুপুরে উপজেলা পরিষদ চত্ত্বরে উপজেলা স্বাস্থ্য পঃ পঃ কর্মকর্তা ডাঃ আবু আল হাজ্জাজ এর নিকট অক্সিজেন সিলিন্ডার দুটি তুলে দেয়া হয়।
বুয়েট ছাত্রলীগের সাবেক নেতাদের সহযোগিতায় বুয়েট ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক ও বঙ্গবন্ধু প্রকৌশল পরিষদের সহ-ছাত্র বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার শফিউল আলম ডলার এর উদ্যোগে উপজেলা স্বাস্থ্য পঃ পঃ কর্মকর্তা ডাঃ আবু আল হাজ্জাজ এর নিকট অক্সিজেন সিলিন্ডার দুটি হস্তান্তর করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জেসমীন প্রধান। এ সময় উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের আহ্বায়ক আরিফুল হক লিটন, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা এনামুল হক, পীরগাছা প্রেসক্লাব সভাপতি এম খোরশেদ আলম, সাংবাদিক তাজরুল ইসলাম, সাবেক উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক নাহিদ হাসান লিটন, বর্তমান উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক শাহ শাফায়েত জামিল, যুবলীগ নেতা লিটন, মোজা প্রমুখ উপস্থিত ছিলেন।