জামালপুর জেলার ইসলামপুর,মাদারগঞ্জ বন্যা দূর্গত এলাকা চুরি,ডাকাতি বিভিন্ন অপরাধ নিয়ন্ত্রনের লক্ষে সচেতনতা মূলক প্রচারনা করেছে পুলিশ।
গত শনিবার (৪জুলাই)জামালপুর জেলার পুলিশ সুপার মোঃ দেলোয়ার হোসেন বিপিএম, পিপিএম(বার) এর দিকনির্দেশনায় দিনব্যাপী যমুনার দূর্গমচরের বিভিন্ন এলাকায় বানভাসী মানুষের সাথে বিভিন্ন অপরাধ বিষয় নিয়ে কথা বলেন ইসলামপুর সার্কেল এএসপি মোঃ সুমন মিয়া এবং ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন।
এ সময় তিনি ইসলামপুর থানা পুলিশের নিয়মিত পুলিশি টহলের অংশ হিসেব বন্যা দূর্গত বন্যার্ত মানুষের পাশে থাকবে বলে জানান। তিনি বন্যা কবলিত এলাকায় যে কোনো অপরাধ দমনে ইসলামপুর থানা পুলিশের মোবাইল নাম্বারে এবং জরুরী প্রয়োজনে '৯৯৯' নাম্বারে কল দিয়ে অবহিত করার জন্য সবাইকে অনুরোধ জানিয়েছেন।
একই দিনে মাদারগঞ্জ সার্কেলের সিনিয়র এ এসপি জনাব মোঃ সামিউল আলম পিপিএম, মাদারগঞ্জ মডেল থানার কর্মকর্তা ইনচার্জ জনাব মোঃ রফিকুল ইসলাম বন্যা কবলিত বিভিন্ন এলাকা পরিদর্শন করে বন্যার ক্ষয় ক্ষতি থেকে রক্ষা পাওয়ার, চুরি, ডাকাতিসহ বিভিন্ন অপরাধ রোধে বিভিন্ন ধরনের দিক নির্দেশনা, বন্যার পানি থেকে বাচ্চাদের দুরে রাখা, গবাদি পশুদেরকে নিরাপদ স্থানে নিয়ে যাওয়ার জন্য বন্যাত্বদের পরামর্শদেন। জরুরী প্রয়োজনে থানা ও সার্কেল এএসপির মোবাইল নম্বরসহ ৯৯৯ এ ফোন করার পরামর্শ দেন।