জেলার ইসলামপুর উপজেলায় অসহায় ও দুঃস্থ রোগীদের মাঝে প্রধানমন্ত্রীর সহায়তা চেক বিতরণ করা হয়েছে। এ সময় ধর্ম মন্ত্রনালয় হতে উপজেলার বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের নামে মঞ্জুরকৃত অনুদানের চেকও প্রদান করা হয়। রোববার দুপুরে উপজেলা পরিষদের হল রুমে আয়োজিত এক অনুষ্ঠানে স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব ফরিদুল হক খান দুলাল ৩২জন রোগীর হাতে অনুদানের ১২ লাখ টাকার চেক ও ৩৮টি ধর্মীয় প্রতিষ্ঠান কর্তৃপক্ষের হাতে ৪ লাখ ৪০ হাজার টাকার চেক প্রদান করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন,উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট এসএম জামাল আব্দুন নাসের,উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক অ্যাডভোকেট আবদুস সালাম,যুগ্ম সাধারন সম্পাদক উপাধ্যক্ষ ফরিদ উদ্দিন আহমেদ,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবদুল খালেক আকন্দ প্রমুখ।