প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেয়া নির্দেশনা মোতাবেক কোনো জমি যাতে অনাবাদি না থাকে সেই লক্ষ্যে কুমিল্লার নাঙ্গলকোটের পেরিয়া ইউনিয়নের ৭নং শ্রীফলিয়া ওয়ার্ডে বিনামূল্যে ধান বীজ বিতরণ করা হয়েছে। "যারা জোগায় ক্ষুধার অন্ন, আমরা আছি তাদের জন্য" এই স্লোগানকে সামনে রেখে রোববার সরকারী বরাদ্ধ ও ৭নং ওয়ার্ড ইউপি সদস্য নরুল ইসলাম আলমগীরের নিজস্ব অর্থায়নে এ বীজ বিতরণ করা হয়। নাঙ্গলকোট উপজেলার পেড়িয়া ইউনিয়নের ৭নং ওয়ার্ডে উপজেলা কৃষি অফিস কতর্িৃক ১৮ জন কৃষককে ৫ কেজি করে আমন বীজ বরাদ্ধ দেয়। কিন্তু বরাদ্ধের তুলনায় বীজের চাহিদা বেশী থাকায় কৃষকদের কথা চিন্তা করে মেম্বার নুরুল ইসলাম আলমগীর ব্যক্তিগত ভাবে আরো ১৮ জনকে আমন ধান বীজ প্রদান করেন। ইউপি সদস্যের এ ব্যতিক্রমি উদ্যোগে কৃষকরা বেশ খুশী। বীজ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপ-সহকারি কৃষি কর্মকর্তা সহিদ উল্ল্যাহ, সমাজ সেবক আবুল খায়ের, খোরশেদ আলম, সাদেক হোসেন, সমাজকর্মী মীর হোসেন, শাহপরান জাবেদ, রিয়াজ তালুকদার প্রমুখ।