মুন্সীগঞ্জের সিরাজদিখানে এক স্কুল ছাত্রী ও এক গৃহবধূ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। শনিবার দিবাগত রাত ৯টার দিকে উপজেলার জৈনসার ইউনিয়নের চাইনপাড়া গ্রামের নবম শ্রেণির ছাত্রী তামান্না আক্তার (১৬) ও একই রাত সাড়ে ৮ টার দিকে উপজেলার ইছাপুরা ইউনিয়নের চন্দনধুল গ্রামের গৃহবধু লিলি দে (২৯) ঘরের আঁড়ার সাথে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছে। তামান্না আবদুল হালিমের মেয়ে। তাকে উদ্ধার করে ঢাকা হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করে। মায়ের সাথে অভিমান করে সে আত্মহত্যা করেছে বলে জানা যায়। এ ছাড়া লিলি দে পারিবারিক কলহের কারণে স্বামী সমীর দত্তের বাড়িতে আত্মহত্যা করেছে। তার দুই সন্তান রয়েছে। তার বাবার বাড়ি একই উপজেলার মালখানগর ইউনিয়নের আরমহল গ্রামে।
সিরাজদিখান থানা কর্মকর্তা ইনচার্জ মো. ফরিদ উদ্দিন জানান, কোন কারণে মায়ের সাথে অভিমান করে তামান্না আত্মহত্যা করেছে। লিলি পারিবারিক করহের কারণে আত্মহত্যা করেছে। প্রাথমিক ভাবে এ তথ্য পাওয়া গেছে। কর্মকর্তা পাঠিয়েছি তদন্ত চলছে।