রংপুরে অভিনব কায়দায় ভ্যান গাড়িতে করে ভুট্টার বস্তার ভিতর ফেন্সিডিল পাচারের সময় এক মাদক ব্যবসায়ীকে হাতেনাতে আটক করেছে ডিবি পুলিশ। এ সময় ৪০ বোতল ফেন্সিডিল উদ্ধার ও একটি ভ্যানগাড়িসহ চালককেও আটক করা হয়। শনিবার রাত ৯টার দিকে রংপুর নগরীর বুড়িরহাট আনন্দলোক ডিগ্রী কলেজের সামনে থেকে তাদের আটক করে ডিবি পুলিশ।
আটককৃতরা হলেন, মাদক ব্যবসায়ী লালমনিরহাটের কালীগঞ্জ রুদ্বেশ^র তাবলিকপাড়া গ্রামের বাবলু মিয়া (৪০) ও ভ্যান চালক একই গ্রামের মমিনুল ইসলাম (২৫)।
বিষয়টি নিশ্চিত করে রংপুর মেট্রো ডিবি পুলিশের ওসি ফিরোজ ওয়াহিদ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আমরা জানতে পেরেছি লালমনিরহাটের কালীগঞ্জ থেকে একটি ভ্যানে করে ভুট্টার বস্তার ভিতর অভিনব কায়দায় ফেন্সিডিল রংপুর নগরীতে আসছে। পরে নগরীর বুড়িরহাট আনন্দলোক ডিগ্রী কলেজের সামনে ডিবি পুলিশের সদস্যরা অভিযান চালিয়ে ফেন্সিডিলসহ তাদের আটক করে। এ ব্যাপারে মাদক দ্রব্য আইনে ডিবি পুলিশের এসআই গোলাম মোর্শেদ বাদি হয়ে মামলা দায়ের করেছেন।