জামালপুরের ইসলামপুর একটি যাত্রীবাহী বাসের ধাক্কায় নয়ন মিয়া (৩৮) নামে এক মোটর রসাইকেল আরোহী নিহত হয়েছেন। নিহত নয়ন মিয়া দেওয়ানগঞ্জ উপজেলার পোলাকান্দির শেখপাড়া গ্রাামের কালু কাজির ছেলে। এ সময় একই গ্রামের বাসিন্দা সিরাজুল হকের ছেলে মজনু(২৮) নামে অপর হোন্ডা আরোহী মারাত্বক ভাবে আহত হয়। আহত মজনুকে ইসলামপুর উপজেলা হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে। গত শনিবার (৪জুলাই) বিকাল ৪ টার দিকে মোশাররফগঞ্জ এলাকায় এ দূর্গটনাটি ঘটনা ঘটে। এলাকা প্রত্যাক্ষদর্শী জানায়, নিহত নয়ন মিয়া মজনু মিয়াকে সাথে নিয়ে একটি মোটর সাইকেল যোগে দেওয়ানগঞ্জ থেকে ইসলামপুর বাজারে আসা ছিলেন। পথে মোশাররফ গঞ্জ এলাকায় পৌঁছিলে দেওয়ানগঞ্জ থেকে ছেড়ে আসা হিমেল আয়শা নামে চট্রগ্রামগামী একটি বাস পেছন দিক থেকে ধাক্কা দেয়। এতে নয়ন মিয়া ঘটনার স্থলে নিহত হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ইসলামপুর সার্কেল এর সহকারী পুলিশ সুপার মো. সুমন মিয়া। তিনি আরো জানান, ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করা ময়না তদন্তের জন্য জামালপুর মর্গে পাঠানো হবে বলে জানান। এ সময় ঘাতক বাসটিকে
আটক করা গেলেও চালক ও হেলপার পালিয়ে যেতে সক্ষম হয়েছে।