যবিপ্রবির জেনোম সেন্টারে ২৬৬ জনের নমুনা পরীক্ষা করে ৭২ জনের করোনা পজেটিভ ও ১৯৪ জনের করোনা নেগেটিভ রেজাল্ট এসেছে। শুক্রবার (৩ জুন) সকালে এ ফলাফল প্রকাশ করা হয়।
বিশ্ববিদ্যালয়ের এনএফটি বিভাগের চেয়ারম্যান ও পরীক্ষণ দলের সদস্য ড. শিরিন নিগার জানান, বৃহস্পতিবার তাদের ল্যাবে ৩ জেলার মোট ২৬৬ জনের নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ৭২ জনের পজেটিভ ও ১৯৪ জনের নেগেটিভ রেজাল্ট এসেছে। এর মধ্যে যশোর জেলার ১২৭ জনের মধ্যে ৩৮ জন, মাগুরার ৭৭ জনের মধ্যে ২১ জন এবং সাতক্ষীরার ৬২ জনের মধ্যে ১৩ জনের নমুনা পজেটিভ হয়। পরীক্ষা সংক্রান্ত সব তথ্য সংশ্লিষ্ট জেলার সিভিল সার্জনদের অফিসে পাঠানো হয়েছে বলে তিনি জানান।
যশোরের সিভিল সার্জন ডা. শেখ আবু শাহীন জানিয়েছেন, বিশ্ববিদ্যালয় থেকে জেলার যে ৩৮টি নমুনা পজেটিভ শনাক্ত করা হয়েছে, তার সবগুলোই নতুন। অর্থাৎ, জেলায় এখন ৩৮ জন বেড়ে করোনাভাইরাস শনাক্ত হওয়া ব্যক্তির সংখ্যা দাঁড়ালো ৭৪২-এ। এদের মধ্যে ১৩ জন মারা গেছেন। সুস্থ হয়ে উঠেছেন ২৪০ জন।
তিনি আরো জানান, করোনা রোগী হিসেবে শনাক্ত হওয়া ব্যক্তিদের বাসভবন খুঁজে বের করে সেগুলো লকডাউন করা হবে।