জামালপুরে যমুনার পানি কিছুটা হ্্রাস পেলেও এখনও বিপদসীমার ৭৩ সেন্টিমিটার উপর দিতে প্রবাহিত হচ্ছে। অপর দিকে পুরাতন ব্রহ্মপুত্র, ঝিনাইসহ অন্যান্য শাখা নদীর পানি অপরিবর্তিত রয়েছে। ফলে জেলার সার্বিক বন্যা পরিস্থিতি অবনতি হয়েছে। গত শুক্রবার (৩ জুলাই) বিকাল ৩ টার দিকে ৭৩ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হ্িচ্ছল জানিয়েছেন জামালপুর পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) পানি পরিমাপক (গেজ পাঠক) আবদুল মান্নান।এদিকে বানভাসি মানুষ ও গো খাদ্যের চরম সংকট দেখা দিয়েছে।
ফলে জামালপুর জেলার ৭টি উপজেলার ৬৮টি ইউনিয়নের মধ্যে ৪২টি ইউনিয়নের প্রায় ৪ লাখেরও বেশি মানুষ পানিবন্দী অবস্থায় রয়েছে। নলকূপ তলিয়ে থাকায় বিশুদ্ধ পানি ও শুকনো খাবার ও গো খাদ্যের চরম সংকট দেখা দিয়েছে। এসব এলাকার কাঁচা-পাকা সড়ক তলিয়ে থাকায় যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়েছে। অধিকাংশ এলাকায় যাতায়াত একমাত্র মাধ্যম শুধু নৌকা।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য মতে, জেলায় বন্যার পানিতে তলিয়ে গেছে জেলার প্রায় ১০ হাজার হেক্টর জমির পাট, আউশ, বাদাম ও সবজিসহ বিভিন্ন ফসল।
জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে,দূর্ভোগ মোকাবেলায় বানভাসি মানুষের মাঝে ত্রান সামগ্রী বিতরন শুরু করা হয়েছে। জেলা ত্রাণ ও পূণর্বাসন কর্মকর্তা মো.নায়েব আলী জানান, সারা জেলার ৪২ টি ইউনিয়নের ৪ শতাধিক গ্রামের ৩ লাখ ৮ হাজার মানুষ পানি বন্দি রয়েছে। এসব বানভাসীদের জন্য ৬০ মেট্রিক টন চাল ও নগদ ৬ লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে।
জামালপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ আবু সাঈদ জানান, যমুনা নদীর পানি কমতে শুরু হলেও পুরাতন ব্রহ্মপুত্র নদের পানি এখনও বাড়ছে। তিনি আরো জানান প¦ার্শবর্তী দেশ ভারতে যদি বন্যার পানি বৃদ্ধি অব্যাহত থাকে তা’হলে বাংলাদেশের এ অঞ্চলে বন্যা দীর্ঘস্থায়ী হওয়ার আশংখ্যা রয়েছে।