নওগাঁর পত্নীতলায় জোতদার কর্ত্তৃক আধিয়ারের কলেজ পড়-য়া ষোড়শী মেয়েকে বিয়ের প্রলোভনে জোর করে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। কলেজ ছাত্রীকে বর্তমানে বিয়ে করতে অস্বীকার করায় তাঁর পিতা গত ২৮ জুন পত্নীতলা থানায় এজাহার দাখিল করেছেন। ধর্ষণের শিকার কলেজছাত্রী বর্তমানে ৫ মাসের অন্তঃসত্তা। সে নজিপুর মহিলা ডিগ্রী কলেজের ১ম বর্ষের ছাত্রী।এদিকে ধর্ষিতা কলেজ ছাত্রীর পরিবারের দারিদ্রতার সুযোগ নিয়ে একটি মহল বিষয়টি ধাপাচাপা দেওয়ার পাঁয়তারা করছে বলে জানা গেছে।
ধর্ষিতা কলেজ ছাত্রীর পিতার থানায় প্রদত্ত এজাহার সূত্রে জানা গেছে, তিনি উপজেলার পাটিচরা ইউনিয়নের পশ্চিম পাটিচরা গ্রামের মোজাফ্ফর রহমানের পুত্র কামরুজ্জামান সরকার (৪০) এর জমি আধি করতেন। সে সুবাদে অবিবাহিত কামরুজ্জামান তাঁর বাড়িতে আসা-যাওয়া করতো। গত ১৬ ফেব্রুয়ারী বিকেল ৪টায় কামরুজ্জামান তাঁর বাড়িতে আসেন এবং বাড়িতে মেয়েকে একা পেয়ে জোর করে ধর্ষণ করেন। এ সময় তাঁর মেয়ের চিৎকারে আশেপাশের কয়েকজন লোক এগিয়ে আসেন এবং ধর্ষক কামরুজ্জামানকে আটক করেন। এ সময় ধর্ষক কামরুজ্জামান তাঁর মেয়েকে বিবাহ করবে বলে উপস্থিত সকলের সামনে প্রতিশ্রুতি প্রদান করিয়া চলে যান। এরপর থেকেই কামরুজ্জামান তাঁর মেয়েকে বিয়ে করতে টালবাহান শুরু করে এবং একপর্যায়ে বিয়ে করতে অস্বীকার করে। এর মধ্যে ধর্ষণের ফলে তাঁর মেয়ে অন্তঃসত্ত্বা হয়ে পড়ে। গত ২২ এপ্রিল তারিখে পত্নীতলা স্বাস্থ্য কমপ্লেক্সে মেয়ের প্রেগনেন্সি টেস্ট করানো হলে ৯ সপ্তাহ ২ দিনের প্রেগনেন্সি রিপোর্ট আসে। স্থানীয় ভাবে বিষয়টি আপোস-মিমাংসা করতে ব্যর্থ হওয়ায় তিনি ২৮ জুন তারিখে বিচার লাভের আশায় পত্নীতলা থানায় এজাহার দাখিল করেন।
এ বিষয়ে এজাহার প্রদানকারীর সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, ্এখনও থানায় মামলা রেকর্ড হয়নি। তবে শুক্রবার থানায় মামলা রেকর্ড হতে পারে। এ বিষয়ে শুক্রবার সকাল ১০টায় পত্নীতলা থানা কর্মকর্তা ইনচার্জ পরিমল কুমার চক্রবর্তীর সাথে যোগাযোগ করা হলে তিনি জানান থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।