ফরিদগঞ্জে সড়ক দূর্ঘটনায় শুভ (২০) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। এছাড়া মোটরসাইকেলে থাকা অপর একজন গুরুতর আহত অবস্থায় ঢাকায় চিকিৎসাধীন রয়েছে। বৃহস্পতিবার সকালে চাঁদপুর-লক্ষ্মীপুর আঞ্চলিক মহাসড়কের গৃদকালিন্দিয়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, সকালে শুভ ও তার মামাতোভাই যোগে মোটরসাইকেল রায়পুর যাওয়ার পথে চাঁদপুর-লক্ষ্মীপুর আঞ্চলিক মহাসড়কের গৃদকালিন্দিয়ার কুড়ালি মসজিদ এলাকায় বিপরীত দিকে থেকে আসা একটি বাসকে সাইড দিতে গিয়ে দুর্ঘটনায় পতিত হয়। গুরুতর আহত অবস্থায় তাদের উভয়কে চাঁদপুর সদর হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে। অপর আরোহীকে গুরুতর অবস্থায় ঢাকা প্রেরণ করে।
সংবাদ পেয়ে ফরিদগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে।