ঝিনাইদহের শৈলকুপায় এবার এক বিশ্ববিদ্যালয় শিক্ষক সহ দুইজনের করোনা ভাইরাস সনাক্ত হয়েছে।্ বৃহস্পতিবার (আজ)এ তথ্য নিশ্চিত করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রাশেদ আল মামুন। তিনি জানান শৈলকুপায় আরো দুইজনের দেহে করোনা ভাইরাস সনাক্ত হয়েছে। এরা হলেন উপজেলার কুশবাড়িয়া গ্রামের চট্রগ্রাম বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষক এবং অপরজন পৌর এলাকার ক্ষুদের মোড়ের বাসিন্দা। এ নিয়ে উপজেলাটিতে ৪০ জনের করোনাভাইরাস সনাক্ত হলো। এর মধ্যে দুইজন মৃত্যু বরণ করেছেন বলে তিনি জানান।