জামালপুর জেলার দৈনিক ইত্তেফাক পত্রিকার সাবেক জেলা প্রতিনিধি একেএম মোশাররফ হুসেনের অবশেষে চিকিৎসার দায়িত্ব নিলেন জামালপুর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক,বিশিষ্ট সমাজ সেবক ও দানবীয় ব্যক্তিত্ব ছানোয়ার হোসেন ছানু।
জানাযায় একেএম মোশাররফ হুসেন তিনি ২০০৭ইং সাল পর্যন্ত দৈনিক ইত্তেফাক পত্রিকায় একেধারে প্রায় ৩৮বৎসর জামালপুর জেলা প্রতিনিধি হিসাবে দায়িত্ব পালন করে আসছিলেন। গত ২০০৮ইং সালে হৃদরোগ ও বার্ধ্যক্য জনিত বিভিন্ন রোগের করণে তিনি অপারগতা প্রকাশ করে মহান সাংবাদিকতা পেশার ইতি টানেন। সাংবাদিক মোশাররফ হুসেন তিনি ১ ছেলে, ৩ মেয়ের জনক। তার স্ত্রী মারা গেছেন। মেঝ মেয়েটি দীর্ঘ দিন যাবত দুরারোগ্য কিডনি রোগে আক্রান্ত হয়ে বিনা চিকিৎসায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন। তার ছেলে বর্তমানে জামালপুর সোনালী ব্যাংকের একজন ব্যাংকার হলেও অসুস্থ্য পিতা ও ছোট বোনের চিকিৎসাসহ কোন ভরণ পোষন করেন না। বড় মেয়ে ৫হাজর টাকা বেতনের চাকুরী করে ওই টাকায় কোন মতে বিনা চিকিৎসায় অনাহারে অর্ধাহারে দিনাতিপাত করছেন।
এ বিষয়ে জামালপুরের বেশ ক’টি স্থানীয় পত্রিকাসহ গণমাধ্যম (ফেসবুক) এ ”খবর ওয়ালা যখন নিজেই খবরের শিরোনাম প্রকাশিত একটি সংবাদ দ্রুত ছড়িয়ে পড়ে। এ খবরটি দেখে জামালপুর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক,বিশিষ্ট সমাজ সেবক ও দানবীয় ব্যক্তিত্ব ছানোয়ার হোসেন ছানু তিনি গত বুধবার (১জুলাই) শহরের নয়াপাড়াস্থ্য অসুস্থ্য প্রবীণ সাংবাদিককে বাড়িতে দেখতে যান। পরে তিনি অনাহারে অর্ধাহারে বিনা চিকিৎসায় মৃত্যুর প্রহর গুণছেন খোঁজ খবর নিয়ে তার এই দুরবস্থ্যা যেনে তাৎক্ষনিক ১৫হাজার টাকা হাতে তোলে দেন। এছাড়া মানবতার ফেরিওয়ালা ছানোয়ার হোসেন ছানু তিনি অবশেষে অসুস্থ্য প্রবীণ সংবাদিকের চিকিৎসার দায়িত্ব নিয়েছেন। এ সময় তার সাথে ছিলেন জেলা ছাত্রলীগের সহ-সভাপতি বিএম রাজন, সাংগঠনিক সম্পাদক সুব্রত ঘোষ, শহর ছাত্রলীগের আহবায়ক মোঃ জুয়েল, সদস্য আশিকুর ইসলাম নোমান প্রমূখ।
জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মানবিক ব্যক্তিত্ব মো. ছানোয়ার হোসেন ছানু বলেন, সাংবাদিক একেএম মোশাররফ হুসেন তিনি জামালপুরের সাংবাদিকদের পথিকৃত। বিগত ৪০ বছর তিনি অনিয়ম অসঙ্গতির বিরুদ্ধে লড়েছেন। তার লিখনিতে উঠে এসেছে সমাজের সাধারণ মানুষের সুখ-দুঃখের চিত্র। আজ তিনি বড় অসহায় ”খবর ওয়ালা হয়ে আজ নিজেই যখন খবরের শিরোনাম হয়েছেন। বিষয়টি আমার হৃদয়কে স্পর্শ করেছে। তাই আমি উনার চিকিৎসার দায়িত্ব পালনের চেষ্টা অব্যাহত রাখবো বলে জানান।
এ বিষয়ে জামালপুর প্রেসক্লাবের সভাপতি চ্যানেল আই এর সাংবাদিক হাফিজ রায়হান সাদা বলেন,তারা বাপ এবং উঠতি বয়সের মেয়েসহ দু’জন অসুস্থ্য। তাদের সুচিকিসা ও ভরণ পোষণের লোক নেই। যেহেতু প্রেসক্লাবের নিজস্ব তেমন কোন তহবিল নেই। তবুও মাঝে মাধ্যে নিজেদের উদ্যোগে সহায়তা করে আসছি। তিনি বলেন” মানুষ মানুষের জন্য” এই অসহায় পরিবারটি প্রতি সহায়তা ও উঠতি বয়সের মেয়েটি সু চিকিৎসার জন্য সমাজের বিত্তবানদের এগিয়ে আসার জন্য অনুরোধ জানিয়েছেন।