যশোরে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা সাতশ’ ছাড়িয়েছে। গত ২৪ ঘণ্টায় এ জেলায় নতুন করে ৬০ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট করোনা শনাক্ত ব্যক্তির সংখ্যা দাঁড়ালো ৭০২ জনে। চিকিৎসা নিয়ে সুস্থ হয়েছেন ১৯২ জন। আর মারা গেছেন ১৩ জন। বৃহস্পতিবার (২ জুলাই) এ ফলাফল প্রকাশ করা হয়।
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) এনএফটি বিভাগের চেয়ারম্যান ও জেনোম সেন্টারে পরীক্ষণ দলের সদস্য ড. শিরিন নিগার জানান, যবিপ্রবির ল্যাবে যশোরের ২৪১ জনের নমুনা পরীক্ষা করে ৬২ জনের ও মাগুরার ৩৪ জনের নমুনা পরীক্ষা করে ৪ জনের নমুনাতে কোভিড-১৯ পজিটিভ পাওয়া গেছে। পরীক্ষা সংক্রান্ত সকল তথ্য সংশ্লিষ্ট জেলার সিভিল সার্জন অফিসে পাঠিয়ে দেওয়া হয়েছে।
অর্থাৎ, যবিপ্রবির ল্যাবে মোট ২৭৫ জনের নমুনা পরীক্ষা করে ৬৬ জনের করোনা পজিটিভ এবং ২০৯ জনের নেগেটিভ ফলাফল এসেছে।
এই বিষয়ে যশোরের সিভিল সার্জন ডা. শেখ আবু শাহীন বলেন, সকালে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে যে ৬২ নমুনার পজেটিভ রেজাল্ট এসেছে। তার মধ্যে ফলোআপ রোগী ২ জন।
তিনি আরো জানান, রোগীর অবস্থান ও তাদের সম্পর্কে জানার চেষ্টা করা হচ্ছে। রোগীদের অবস্থান জেনে বাড়ি লকডাউনসহ প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।