কালিগঞ্জে কাবিখা প্রকল্পের বিভিন্ন উন্নয়নমূলক কাজের পরিদর্শন করেছেন জেলা প্রশাসন এসএম মোস্তফা কামাল। বুধবার (০১ জুলাই) সকালে জেলা প্রশাসক প্রথমে উপজেলার নলতা ইউনিয়নে অবস্থিত নলতা পলিটেকনিক কলেজ মাঠ ৮০ মে:টন গমের কাজ পরিদর্শন করেন।
এ প্রকল্পে ৭ হাজার ৩শ’ ঘনমিটার কাজের কথা থাকলেও কাজ বৃদ্ধি পেয়ে হয়েছে প্রায় ৯ হাজার ঘনমিটার। এরপর খাজাবাড়িয়া নবাব কারিকরের বাড়ি হতে আনছার কারিকরের বাড়ির অভিমুখ পর্যন্ত ৭ মে: টন গমের কাজ পরির্দন করেন জেলা প্রশাসক। এ রাস্তার দৈঘ্য ২ দশমিক ২৫ মিটার হওয়ার কথা থাকলেও বৃদ্ধি হয়েছে ১০ মিটার। রাস্তার উপরিভাগ ২ দশমিক ৮৫ মিটার হওয়ার কথা থাকলেও বৃদ্ধি পেয়েছে ৩ মিটারে।
পরবর্তীতে জেলা প্রশাসক ধলবাড়িয়া হান্নানের ঘের হতে গাজীকাটি পর্যন্ত রাস্তা সংস্কারে জন্য বরাদ্ধকৃত সাড়ে ৬ শ’ মে: টন গম এর কাজ পরিদর্শন করেন। এই সংস্কার কাজের দৈঘ্য ও প্রস্থ বৃদ্ধি পেয়েছে। এছাড়াও রতনপুর মলেঙ্গা গ্রামে আবু হাসানের বাড়ির পাশ হতে রফিক বেলের বাড়ি পর্যন্ত ৬ মে:টন গমের রাস্তা সংস্কার কাজে নির্ধারিত কাজের চেয়েও বৃদ্ধি পেয়েছে বলে জানা গেছে।
এসব প্রকল্পের কাজের পর্যালোচনা করে জেলা প্রশাসক সন্তোষ প্রকাশ করেন। ভবিষৎতে কাজের ধারা সঠিকভাবে এগিয়ে নেয়ার জন্য তিনি সংশ্লিষ্ট সকলকে নির্দেশনা প্রদান করেন।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি সাঈদ মেহেদী, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মোজাম্মেল হক রাসেল, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সিফাত উদ্দিন, মথুরেশপুর ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান গাইন, রতনপুর ইউপি চেয়ারম্যান আশরাফুল হোসেন খোকন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসের উপ-সহকারী প্রকৌশলী আশরাফুল আলম, রিপোর্টার্স ক্লাবের সাংগঠনিক সম্পাদক শেখ শাওন আহমেদ সোহাগ, সাংবাদিক সাজেদুল হক সাজু, শের আলী প্রমুখ।