রংপুর নগরীর টার্মিনাল সংলগ্ন মৎস্য আড়তের ৬ মাস থেকে লক্ষাধিক টাকা উত্তোলন হলেও আড়তের কোন প্রতিকার নেই। এমনকি সিটি করপোরেশন সেখান থেকে এক টাকাও পায়নি। মৎস্য আড়তের কোন উন্নয়ন হয়নি বলে দাবি করেছেন সাধারণ মৎস্য ব্যবসায়ীরা ওই টাকার হিসেব চেয়েছেন।
সূত্রে জানাগেছে, সিটি করপোরেশনের পক্ষ থেকে গত ২০১৯-২০ অর্থ বছরে ওই মৎস্য আড়তে টেন্ডার আহবান করা হলেও কাঙ্খিত দরপত্র না পাওয়ায় কাউকে ইজারা দেয়া হয়নি। এই সুয়োগে মৎস্য আড়ত ব্যবসায়ী সমিতি প্রতিদিন ট্রাকপ্রতি ৩০০ টাকা, পিকআপ প্রতি ১০০ টাকা করে আদায় করে। এ ছাড়া আড়তে প্রতিদিন পাইকারি ক্রেতার সমাগম হত ৫ থেকে ৭’শ জনের। তাদের কাছ থেকেও ৩০ থেকে ৫০ টাকা আদায় করা হত। এ ছাড়া ছোট ব্যবসায়ীদের কাছ থেকে ৩০ টাকা এবং বড় ব্যবসায়ীদের কাছ থেকে ৫০ টাকা করে আদায় করা হত। সমিতির নামে প্রতিদিন গড়ে ১৫ থেকে ২০ হাজার টাকা আদায় হলেও ওই টাকা কোন খাতে ব্যয় হয়েছে তা কোন ব্যবসায়ী বলতে পারেনা। এমকি সিটি করপোরেশনকেও কোন টাকা দেয়া হয়নি। ফলে এনিয়ে সাধারণ মৎস ব্যবসায়ীদের মাঝে ক্ষোভ দেখা দিয়েছে। তারা জানান, মৎস আড়ত সংস্কারের নামে যে টাকা তোলা হয়েছে তা দিয়ে আড়তে অনেক উন্নয়ন সম্ভব ছিল। কিন্তু তা না করে ওই টাকা কয়েকজন ব্যক্তি মিলে আত্মসাৎ করেছেন।
এবিষয়ে সিটি করপোরেশনের বাজার শাখার প্রধান জাকির হোসেন বলেন, বিগত টেন্ডারের সময় সিটি করপোরেশনের কাঙ্খিত দরপত্র না পড়ায় কাউকেই ইজারা দেয়া হয়নি। তিনি জানান, ইতোমধ্যে আড়তটি ইজারা দেয়া হয়েছে। সিটি করপোরেশনের ইজারাদার দুইএকদিনের মধ্যে তার কার্যক্রম শুরু করবে।
এদিকে মৎস আড়ত ব্যবসায়ী সমিতির সাধারন সম্পাদক ২২ নং ওয়ার্ড কাউন্সিরর মিজানুর রহমান মিজু বলেন, আড়ত থেকে টাকা তোলার বিষয়টি তারা জানা নেই। কেউ যদি টাকা তুলে থাকে তা হলে সে অন্যায় করেছে।