মোল্লাহাটে দুই পরিবারের ৯ ব্যক্তির বিরুদ্ধে ভূমিদস্যুতাসহ সীমাহীন অত্যাচার-জুলুম ও আইন বিরোধী কার্যকলাপের অভিযোগ পাওয়া গেছে। উপজেলার চরকান্দি গ্রামের হাফেজ শেখের ছেলে বাদশা শেখ গত ২৫ জুন বাগেরহাট পুলিশ সুপার বরাবরে ওই অভিযোগ করেন।
অভিযোগে প্রকাশ-বাদশা শেখ তার স্ত্রী-সন্তান ও পিতাকে নিয়ে সম্পূর্ণ নিস্কন্টক ও বৈধ বাড়িঘরে বসবাস করেন। তার প্রতিবেশী ৯ব্যক্তি ওই বাড়িঘর অন্যায়ভাবে ভেঙ্গে ফেলার চেস্টাসহ বাগানের লাখ টাকা মূল্যের গাছপালা কেটে ফেলে। এ ছাড়া তার বাড়িঘরসহ বৈধ সকল জমি জবর দখলের উদ্দেশ্যে তাকেসহ ওই পরিবারের সকলকে খুন করে ফেলার হুমকী দেয়। ওই ঘটনায় বাদশা শেখ তার পরিবারের সকলকে নিয়ে চরম আতঙ্কে রয়েছেন। পুলিশ সুপার ওই বিষয়ে আইনগত সহায়তার জন্য মোল্লাহাট থানা ওসি’র নিকট অভিযোগপত্র পাঠিয়েছেন বলেও জানান বাদশা শেখ।
যাদের বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে তারা হলেন- কুটি মিয়া শেখের ছেলে, শাহিন শেখ ৩২), খোকা শেখ (৫৫), তায়েব আলী শেখ (৫০), তায়েব আলী শেখের ছেলে তারিখ শেখ (৩৩), কেরামত শেখ (৩০), দিপু শেখ (২৭), টিপু শেখ (২৪), খোকা শেখের ছেলে মোস্তা শেখ (২৭) ও তারিখ শেখের ছেলে সোহেল শেখ (২৪)।