জামালপুরে নিখোঁজের ৬দিন পর অপু (২২) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। গত মঙ্গলবার (৩০ জুন) রাত সাড়ে ১১ টার দিকে জামালপুর শহরের নাওভাঙা চর এলাকায় মামলার প্রধান আসামির বাড়ির আঙ্গিনায় মাটির নিচ থেকে ওই যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। নিহত অপু জামালপুর শহরের নাওভাঙাচর বাঁধের মাথা ছাতার মোড় এলাকার রিকশা চালক সুরুজ আলী ছেলে।
অপুর বাবা সুরুজ আলীর অভিযোগ সুত্রে জানা যায়, অপু মাহেন্দ্র গাড়ির চালক ছিলেন। গত বৃহস্পতিবার ( ২৫ জুন) রাত ৯টার দিকে নাওভাঙা চরের মধ্যপাড়া আদর্শ বয়েজ ক্লাবে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বেড়িয়ে যায় অপু। এরপর থেকে সে আর বাড়িতে ফিরেননি। অপু নিখোঁজের ঘটনায় জামালপুর থানায় প্রথমে সাধারণ ডায়েরি এবং পরে মামলা দায়ের করেন তার পিতা সুরুজ আলী। ওই মামলায় নাওভাঙা চর এলাকার বাসিন্দা আল আমিনকে প্রধান আসামী করা হয়। গত মঙ্গলবার (৩০) দুপুরে পুলিশ তাকে গ্রেফতার করে, তার স্বীকারোক্তির ভিত্তিতে নিখোঁজ অপু-এর লাশ উদ্ধার করে পুলিশ।
পুলিশ সুত্র জানায়, জামালপুর পৌর এলাকার নাওভাঙ্গা চরের সুরুজ আলীর ছেলে অপু গত ২৫ জুন রাত ৯টার দিকে স্থানীয় একটি সমিতির টাকা সংগ্রহ করে বাড়ি ফেরার সময় নিখোঁজ হয়। পরদিন গ্রামের একটি পাট ক্ষেতে একটি জুতা, ধস্তাধস্তি ও রক্তের চিহ্ন পাওয়া যায়।
পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে আলামত সংগ্রহ করে। এছাড়া সন্দেহবশত গ্রামের একটি খালের পানিতে অপুকে খোঁজাখুজি করা হলেও তাঁর কোনো সন্ধান মেলেনি। পরে আল আমিনের বাড়ির আঙ্গিনার মাটি খুঁড়ে অপুর ক্ষত-বিক্ষত লাশ উদ্ধার করে পুলিশ।
নিহতের বাবা সুরুজ আলী জানান, আমার ছেলেকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। আমি এঘটনার সাথে জরিত সকলের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।
বিষয়টি নিশ্চিত করে জামালপুর থানার ওসি সালেমুজ্জামান সাংবাদিকদের জানান, আল আমিনকে গ্রেপ্তার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি পূর্ব শত্রুতার জের ধরে অপুকে হত্যা করে লাশ তার বাড়ির আঙ্গিনায় মাটি নীচে চাপা দিয়েছেন বলে স্বীকার করেছেন।