রংপুরের তারাগঞ্জে রডবাহী ট্রাক উল্টে নিচু জমিতে পড়ে ৪ শ্রমিক নিহত ও আহত ৫। আহতদের তারাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানা গেছে।
তারাগঞ্জ থানা সূত্রে জানা গেছে, বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও বিশিষ্ট্য ব্যবসায়ী আলহাজ্ব আতিয়ার রহমানের রডবাহী ট্রাক আড়ত থেকে তার গুদাম ঘর উপজেলার কুর্শা ইউনিয়নের অনন্তপুরে নিয়ে যাওয়ার সময় কুর্শা ডাঙ্গাপাড়া গ্রামে পৌঁছলে অটো ভ্যানকে ওভারটেক করতে গিয়ে নিচু জমিতে উল্টে পড়ে যায়। এতে ট্রাকের উপরে থাকা কয়েকজন শ্রমিক ওই রডবাহী ট্রাকের নিচে চাপা পড়ে গেলে ঘটনাস্থলেই ৩ জন ও হাসপাতালে নেওয়ার পথে আরো একজনের মৃত্যু হয়। ওই ঘটনায় আরো ২ জন গুরুত্বর আহত অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। আরো তিনজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
নিহতরা হলেন, উপজেলার কুর্শা ইউনিয়নের অনন্তপুর গ্রামের মুক্তিযোদ্ধা কছিমুদ্দিনের ছেলে আবু বক্কর (৪২), পুরাতন চৌপথীর অনিল চন্দ্র (৫০), খয়রাত আলী (৪৮) এবং ফরহাদ (২৮)।
তারাগঞ্জ থানার ওসি জিন্নাত আলী ওই ঘটনায় চারজন নিহতের খবরটি নিশ্চিত করেছেন।