কুড়িগ্রামের চিলমারীতে ওয়ার্ল্ড কনসার্ন বাংলাদেশ সংস্থার চিলড্রেন এমপাওয়ারমেন্ট ফর প্রোটেকশন, পাটিসিপেশন এ- ডেভেলপমেন্ট প্রকল্পের উদ্যোগে ৩দিন ব্যাপি সাঁতার প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। বুধবার হ্যালিপ্যাড পুকুরে প্রশিক্ষণের সমাপনি অনুষ্ঠিত হয়। এতে উপজেলার বিভিন্ন এলাকার ১৫ জন ছেলে মেয়ে অংশগ্রহণ করে। চিলমারী বন্যা প্রবণ এলাকা হওয়ায় ওয়ার্ল্ড কনসার্ন বাংলাদেশ এ সাঁতার প্রশিক্ষণের আয়োজন করে। প্রশিক্ষণে সার্বিক সহায়তা করে চিলমারী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ আছমা বেগম, ফায়ার সার্ভিস এর স্টেশন ইনচার্জ মোঃ গোলাম মোস্তফা, ওয়াল্ড কনসার্ন বাংলাদেশ এর চিলমারী অফিস ব্যাবস্থাপক রাজকুমার মন্ডল, প্রকল্প কর্মকর্তা মোঃ আবদুল মালেক প্রমুখ।