মুন্সীগঞ্জের সিরাজদিখান থানার করোনা বিজয়ী পুলিশ সদস্যদের সংবর্ধনা দেওয়া হয়েছে। বুধবার দুপুরে সিরাজদিখান থানা পুলিশের আয়োজনে ১২ জন করোনা বিজয়ী পুলিশ সদস্যকে ফুল দিয়ে সংবর্ধনা দেওয়া হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র সহকারি পুলিশ সুপার (সিরাজদিখান সার্কেল) মো. রাজিবুল ইসলাম।
এ পর্যন্ত করোনা আক্রান্ত হয়েছেন সিরাজদিখান থানার ১৮ জন পুলিশ সদস্য। ইতোমধ্যে সুস্থ্য হয়ে কর্মস্থলে ফিরেছেন কর্মকর্তা ইনচার্জ মো. ফরিদ উদ্দিন ও পুলিশ পরিদর্শক তদন্ত মোহাম্মদ এমদুদুল হকসহ ১২ জন। চিকিৎসাধিন রয়েছেন পরিদর্শক অপরেশন আজিজুল হক হাওলাদারসহ আরো ৬জন।
সুস্থ্যদের ফুল দিয়ে সংবর্ধনা ও চিকিৎসাধিনদের জন্য দোয়া কামণা করা হয়েছে।
সুস্থ্য হয়েছেন যারা-অফিসার ইনচার্জ মো. ফরিদ উদ্দিন, পুলিশ পরিদর্শক মোহাম্মদ এমদাদুল হক, ডিএসবি এসআই মো. আবুল বাশার, এসআই তন্ময় মন্ডল, পিএসআই মো. আবু তাহের মিয়া, এসআই মো. জুবায়ের মৃধা,এসআই বিজয় কৃষ্ণ কর্মকার, এএসআই মনিরুজ্জামান, এএসআই আবদুল মালেক, ডিএসবি কং- মাহবুবুল আলম, কং- মো. ইউনুছ মিয়া, কং মো. সবুজ। এ ছাড়া এখনো আক্রান্ত আছেন যারা- পুলিশ পরিদর্শক অপারেশন আজিজুল হক হাওলাদার, এএসআই জহিরুল ইসলাম কং- মো. শাহিন। শেখর নগর তদন্ত কেন্দ্রের আরো ৩ জন পুলিশ সদস্য রয়েছেন।