রংপুরের পীরগাছা জ্যাঠার জানাজার আগে বিদ্যুৎ স্পৃষ্টে মারা গেছেন ভাতিজা হাফেজ শাহিন মিয়া (১৫)। বুধবার সকালে এ ঘটনা ঘটে উপজেলার তাম্বুলপুর ইউনিয়নের তাম্বুলপুর গ্রামে। পরে জ্যাঠা ও ভাতিজাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে।
জানা গেছে ওই গ্রামের জাফর আলী (৬০) বুধবার ভোররাতে ব্রেন স্ট্রোক করে মারা যান। সকালে তার জানাজার প্রস্তুতি চলছিল। ৯টার দিকে মরদেহের গোসল করানোর পর ভাতিজা হাফেজ শাহীন মিয়া ফ্যানের সুইচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে ঘটনাস্থলেই মারা যান। শাহিন মিয়া ওই গ্রামের আফর আলীর ছেলে। এ সময় ওই এলাকায় শোকের ছায়া নেমে আসে। পরে জ্যাঠা ও ভাতিজাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। ঘটনার সত্যতা নিশ্চিত করেন তাম্বুলপুর ইউপি চেয়ারম্যান রওশন জমির রবু।