রংপুরের পীরগাছায় মাকে মারপিট করে রক্তাক্ত করা সেই ছেলে মোজাম্মেল হক (৩৫) কে গ্রেফতার করেছে পীরগাছা থানা পুলিশ। বুধবার তাকে রংপুর জেল হাজতে পাঠানো হয়। এ ঘটনায় পীরগাছা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
জানা গেছে, ওই গ্রামের মৃত শুকুর আলীর স্ত্রী মাজেদা বেগম স্বামী মারা যাওয়ার পর দুই সন্তান মোজাম্মেল হক ও মাহবুব আলমকে নিয়ে বসবাস করে আসছিলো। প্রথমে বড় ছেলে মোজাম্মেল হক ও তার স্ত্রী সেলিনা বেগম আমাকে কারণে-অকারণে লাঞ্চিত করতো এবং খাবার দিতে অপারগতা প্রকাশ করে। পরে তিনি ছোট ছেলে মাহবুব আলম এর নিকট চলে যান। এরপর থেকে বড় ছেলে তাকে ও তার ছোট ছেলেকে বিভিন্ন ধরনের হুমকি-ধামকি এবং অকারণে ঝগড়া বিবাদ সৃষ্টি ও ছোট ভাই মাহবুব আলমের বাড়িতে প্রবেশের চলাচলের পথও বন্ধ দেন বলে অভিযোগ করেন নির্যাতিত মা মাজেদা বেগম। সোমবার সকালে একটি ঘর তোলাকে কেন্দ্র করে ছেলে মোজাম্মেল হক মা মাজেদা বেগম (৫০) ও ছোট ভাই মাহবুর আলম (৩০) কে মারপিট করে। এতে মায়ের মাথা ফেটে রক্তাক্ত জখম হয় এবং ছোট ভাইয়ের গালে কামড়ে জখম হয়। এ বিষয়ে মা মাজেদা বেগম বাদি হয়ে পীরগাছা থানায় একটি অভিযোগ দায়ের করলে পীরগাছা থানার পুলিশ বড় ছেলে মোজাম্মেলক হককে মঙ্গলবার গ্রেফতার করে।
পীরগাছা থানার কর্মকর্তা ইনচার্জ রেজাউল করিম জানান, গ্রেফতার মোজাম্মেল হককে বুধবার আদালতের মাধ্যমে রংপুর জেল হাজতে পাঠানো হয়েছে। এ ব্যাপারে একটি মামলা দায়ের করা হয়েছে। যার নং-১।