পৃথক দু’টি হত্যা মামলায় আসামি হয়ে পিরোজপুর জেলা হাসপাতাল এবং মা ও শিশু কল্যাণকেন্দ্রের এ্যাম্বুলেন্সের ৩ চালকই পলাতক রয়েছে। কোন এ্যাম্বুলেন্স চালক না থাকায় গুরুতর অসুস্থ রোগী নিয়ে ভোগান্তিতে পড়েছেন রোগীর স্বজনরা। পলাতক এ্যাম্বুলেন্স চালকরা হলেন মোতালেব শেখ ও তার ছেলে সুমন শেখ এবং কবীর হোসেন।
পিরোজপুর সদর থানা ও হাসপাতাল সূত্রে জানা গেছে, জমি নিয়ে বিরোধে পিরোজপুর সদরের খানাকুনিয়ারী এলাকায় মঙ্গলবার এনায়েত মোল্লা (৬০) নামে এক কৃষককে কুপিয়ে হত্যা করা হয়। ওই হত্যার ঘটনায় মামলা হলে এ্যাম্বুলেন্স চালক মোতালেব শেখ ও তার ছেলে সুমন শেখ পলাতক রয়েছে।
গত বৃহস্পতিবার সদর থানায় দায়ের হওয়া আরেকটি হত্যা মামলায় এ্যাম্বুলেন্স চালক কবির হোসেন পলাতক রেেয়ছে। গত ২৪ জুন সড়ক দুর্ঘটনায় পিরোজপুর শহরের টাউন মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্র তুষার শেখের পা ভেঙে যায়। তাকে পিরোজপুর জেলা হাসপাতলে চিকিৎসার পর খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। তাকে বহনকারী এ্যাম্বুলেন্স এর চালক কবির পথিমধ্যে পিরোজপুর শহরের বাসস্ট্যান্ড মোড়ে এ্যাম্বুলেন্স থামিয়ে সংঘবদ্ধ এক ভুয়া চিকিৎসক দলের কাছে তুষারকে তুলে দেয়। পরে অপ চিকিৎসায় ২৪ জুন রাতে তুষার মারা যায়। এ ঘটনায় তুষারের পিতা সোহাগ শেক বাদী হয়ে ৫ জনকে আসামি করে একটি হত্যা মামলা করেন। ওই মামলায় এ্যাম্বুলেন্স চালক কবির ১ নম্বর আসামী।
পিরোজপুরেরসিভিল সার্জন ডা. মো. হাসনাত ইউসুফ জাকি বিষয়টি নিশ্চিত করে জানান, পিরোজপুর জেলা হাসপাতালের এ্যাম্বুলেন্স চালকরা দু’টি হত্যা মামলায় আসামি হয়ে পলাতক রয়েছে। এ ব্যাপারে বরিশাল বিভাগীয় কার্যালয়ে জানানো হয়েছে। তিনি জানান যত দ্রুত সম্ভব এ্যাম্বুলেন্স চালকের ব্যবস্থা করা হবে।