কুড়িগ্রামের চর রাজিবপুর উপজেলার অসহায় ও দরিদ্র পরিবাবের মাঝে ১৫২ টি নলকূপ বিতরন করা হয়েছে। এতে ওই পরিবারের মাঝে সুপেয় পানির ব্যবস্থা হয়েছে। ২০১৯ ও ২০২০ অর্থ বছরের বরাদ্দ থেকে নলকূপ গুলো বিতরণ করা হয়। গত সোমবার উপজেলা পরিষদ থেকে নলকূপ গুলো বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আকবর হোসেন হিরো ,উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: নবীউল ইসলাম, উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা কমান্ডার আবদুল হাই সরকার, সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক মো: শফিউল আলম ও রাজিবপুর সদর ইউনিয়নের চেয়ারম্যান কামরুল আলম বাদল প্রমুখ।
অপর দিকে মঙ্গলবার ও বুধবার উপজেলার ৩ ইউনিয়নের ২৯শত বানভাসী ও নদী ভাঙ্গা মানুষের মাঝে ২০ কেজি করে মোট ৫৮ মে.টন চাল বিতরণ করা হয়েছে, বলে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো.আজিজুর রহমান প্রতিনিধিকে জানিয়েছেন।