বাংলাদেশ বার কাউন্সিলের লিখিত পরীক্ষা ছাড়াই শুধুমাত্র প্রিলিমিনারি পরীক্ষার ফলাফলের ভিত্তিতে সনদ প্রদানের দাবিতে জামালপুরে মানববন্ধন করেছেন শিক্ষানবীশ আইনজীবীরা।
গত ৩০জুন মঙ্গলবার জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ঘন্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন শিক্ষানবীশ আইনজীবী সমন্বয়কারী জাহানারা আক্তার, সাইমা আক্তার রাখী, সৈয়দ গোলাম সুফিয়ান রনি।
এমসিকিউ পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষানবীশ আইনজীবীরা লিখিত ও ভাইভা মওকুফ করে সরাসরি সনদ প্রদানের দাবি জানান।
অবিলম্বে দাবি আদায় না হলে আগামীতে কঠোর আন্দোলন কর্মসূচি ঘোষণা করা হবে।
মানববন্ধন শেষে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করা হয়েছে।