রংপুর সদর উপজেলার সদ্যপুস্করিনী ইউনিয়নের ৫নং ওয়ার্ডের একটি কাঁচা রাস্তা ইটের সলিং কাজের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার দুপুরে সদর উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক ও ভাইস চেয়ারম্যান মাসুদার রহমান মিলন লুঙ্গি পরে এসে রাস্তার কাজের উদ্বোধন করেন। এ সময় মিলন বলেন, এটা আমার এলাকা। বর্ষার বৃষ্টিতে এলাকার কাঁচা সড়কগুলো কাদায় ভরে গেছে। এ সমস্যা সাময়িক। আমরা এমপি স্যারের কাছ থেকে সামান্য বরাদ্দ এনে কাঁচা রাস্তা গুলো ইটের সলিং করার সিদ্ধান্ত নিয়েছি। তারই ধারাবাহিকতায় সাবেক চেয়ারম্যান মতিয়ার রহমানের মোড় থেকে হাজিপাড়া মসজিদ পর্যন্ত ৪শত৩০ফিট রাস্তা ইটের সলিং করা হচ্ছে। উপজেলা প্রকল্প কর্মকর্তার দপ্তর সূত্রে জানা গেছে, কাবিখার বরাদ্দে সদর উপজেলার ৫টি ইউনিয়নে কাঁচা রাস্তা ইটের সলিং কাজ করা হচ্ছে। ওই এলাকার বাসিন্দা রহমান মিয়া বলেন, বৃষ্টি হলে এই রাস্তা দিয়ে যাতায়াত করা কষ্টকর হয়ে উঠে। মসজিদে যাওয়া যায় না। ইটের সলিং হলে এবার কষ্ট লাগব হবে। এজন্য বর্তমান এমপি সাদ এরশাদকে ধন্যবাদ জানান তিনি।