শেরপুরের ঝিনাইগাতীতে বিকেল ৪ টার পর দোকান খোলা রাখা ও স্বাস্থ্য বিধি না মানার অভিযোগে দুই ব্যবসায়ীকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার রাত নয়টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রুবেল মাহমুদ এ দণ্ড প্রদান করেন।
দণ্ডপ্রাপ্ত ব্যবসায়ীরা হলেন নয়াগাঁও গ্রামের নুরুল হকের ছেলে মো. শেখ ফরিদ ও বাগেরভিটা গ্রামের সতারাম চন্দ্র বর্মনের ছেলে কৃষ্ণ চন্দ্র বর্মন। তারা উভয়ই মিষ্টির (হোটেল) ব্যবসায়ী।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রুবেল মাহমুদ বলেন, সরকারি নির্দেশনা অমান্য করে বিকেল ৪ টার পর দোকান খোলা রাখা ও স্বাস্থ্য বিধি না মানার অপরাধে দণ্ডবিধি ১৮৬০ সালের ২৬৯ ধারায় এ দুই ব্যবসায়ীকে এক মাসের বিনাশ্রম কারা- প্রদান করা হয়েছে। তিনি আরও বলেন, জনস্বার্থে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।