রংপুর বিভাগের বন্যা পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রীর মূখ্য সচিব ড. আহমদ কায়কাউস এর সাথে রংপুর বিভাগীয় প্রশাসনের ভিডিও কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে। এতে বন্যা কবলিত মানুষের দূর্দশা লাঘবে প্রশাসনের কর্মকর্তাদের ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেয়া হয়।
মঙ্গলবার (৩০ জুন) সকালে রংপুর জেলা প্রশাসক সম্মেলন কক্ষে অনুষ্ঠিত ভিডিও কনফারেন্সে বিভাগের সার্বিক বন্যা পরিস্থিতি ও বন্যা মোকাবেলায় প্রস্তুতি নিয়ে আলোচনা হয়।
ভিডিও কনফারেন্সে রংপুর প্রান্ত থেকে অংশ নেন, রংপুর বিভাগীয় কমিশনার কেএম তারিকুল ইসলাম, অতিরিক্ত বিভাগীয় কমিশনার আবু তাহের মোঃ মাসুদ রানা, রংপুর জেলা প্রশাসক আসিব আহসান, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মেহেদী হাসানসহ প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা।
এসময় প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. আহমদ কায়কাউস বন্যা কবলিত নদী তীরবর্তী এলাকার অসহায় মানুষদের দুর্ভোগ দুর্দশা লাঘবে প্রশাসনের কর্মকর্তাদের তৎপরতা বাড়ানোর নির্দেশ দেন।
ভিডিও কনফারেন্সে রংপুর বিভাগের বন্যা পরিস্থিতি তুলে ধরার পাশাপাশি নদী ভাঙ্গন রোধসহ বন্যা মোকাবেলায় প্রস্তুতি নিয়ে মূখ্য সচিবকে অবহিত করেন প্রশাসনের কর্মকর্তারা।