জামালপুর সদরের শ্রীপুর গ্রামের জনগুরুত্বপূর্ণ একটি রাস্তা পাকা করার দাবিতে মানববন্ধন করেছে দুই গ্রামের মানুষ। গত ২৯ জুন সোমবার দুপুরে শ্রীপুর কুমারিয়া এলাকায় এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, সদর উপজেলার শ্রীপুর কুমারিয়া-ফতেপুর কাঁচা সড়কটি ৪ কিলোমিটার দীর্ঘ।এই সড়ক দিয়ে প্রতিদিন যাতায়াত করেন শ্রীপুর কুমারিয়া, ফতেপুর, মাটিখোলা, পক্ষীমারী, ভালুকা, তারাকান্দি, শাহবাজপুর, তুলসীপুর গ্রামের লোকজন যাতায়াত করেন।
বর্ষার শুরুতেই সড়কটির প্রায় পুরো অংশ জুড়ে নষ্ট হয়েছে। সড়কের উপর কাদা জমে চলাচলের অনপোযোগী হয়ে পড়েছে। এই সড়কে চলাচলকারী কয়েক গ্রামের মানুষের দুর্ভোগ চরমে পৌছেছে। স্বাধীনতার পর থেকে সড়কটি উন্নয়নের দাবিতে গ্রামের লোকজন সংশ্লিষ্ট দপ্তরে আবেদন করলেও কোন প্রতিকার পাননি। বিভিন্ন সময় জনপ্রতিনিধিরা সড়কটি উন্নয়নের প্রতিশ্রুতি দিলেও তা বাস্তবায়ন করেননি কেউ। মানববন্ধনে উপস্থিত গ্রামবাসী সড়কটি দ্রুত পাকা করার দাবি জানিয়ে মানববন্ধনে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা ডাঃ ফরহাদ হোসেন, বাদল ফারাজী, আইয়ুব আলী, নজরুল ইসলাম তারা, আবুল কালাম আজাদ, শাকীল হোসেন, ইমান আলী ও শ্রীপুর ইউপি সদস্য আবুল কালাম।
জামালপুর সদর উপজেলা প্রকৌশলী রমজান আলী জানান, অবিলম্বে সড়কটি সড়কটি সম্পর্কে দ্রুত খোঁজ নিয়ে পাকা করার প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।