জামালপুরের মেলান্দহের দুরমুঠ, কুলিয়া, মাহমুদপুর, নাংলা, আদ্রা, ফুলকোচা, ঘোষেরপাড়া, ঝাউগড়াসহ আশপাশ এলাকায় বন্যার পানি প্রবেশ করেছে। গত কয়েকদিন যাবৎ ক্রমাগত পানি বৃদ্ধির ফলে নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। মেলান্দহ মাহমুদপুর সড়কের ডাইবেশন তলিয়ে গেছে। মাহমুদপুর-ইসলামপুর ও মেলান্দহ সড়ক যোগাযোগ বন্ধ হয়েছে। ভানবাসি মানুষ-গবাদি পশুর দুর্ভোগও বাড়ছে।