যমুনার পানি বৃদ্ধি অব্যাহত থাকায় জামালপুরের সার্বিক বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। জেলায় নুতুন নতুন এলাকা প্লাবিত হয়ে প্রায় অর্ধলক্ষাধিক মানুষ পানি বন্দি হয়ে পড়েছে। গত ২৯জুন সোমবার বিকাল ৩টা নাগাদ ২৪ ঘন্টায় বাহাদুরাবাদ পয়েন্টে যমুনার পানি ২২সেন্টিমিটার বেড়ে বিপদসীমার ৮৫ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। জামালপুর পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) পানি পরিমাপক (গেজ পাঠক) আবদুল মান্নান বিষয়টি নিশ্চিত করেছেন।
পানি বৃদ্ধি অব্যাহত থাকায় জেলার মেলান্দহ উপজেলার মাহমুদপুর, আদ্রা,ঘোষেরপাড়া ও ঝাওগড়া ইউনিয়ন এবং মাদারগঞ্জ উপজেলার বালিজুড়ী, গুনারীতলা, চরপাকেরদহ ইউনিয়নের বিস্তীর্ণ এলাকা নতুন করে প্লাবিত হয়েছে। সব মিলিয়ে জেলার ইসলামপুর, দেওয়ানগঞ্জ, মাদারগঞ্জ, মেলান্দহ, সরিষাবাড়ী ও বকশীগঞ্জ উপজেলার ২০ টি ইউনিয়নের প্রায় লক্ষাধিক মানুষ পানিবন্দি হয়ে পড়েছে। অনেকেই আশ্রয় নিয়েছে বিভিন্ন উঁচু সড়ক ও শিক্ষা প্রতিষ্ঠানে।
এদিকে পানি বৃদ্ধির সাথে সাথে শুকনো খাবারের প্রয়োজন এছাড়াও শিশু খাদ্য ও বিশুদ্ধ পানির সংকট দেখা দিয়েছে। বন্যার পানিতে পড়ে এখন পর্যন্ত জেলার মাদারগঞ্জ উপজেলার মির্জাপুরে সোহান নামে ৭ বছরের এক শিশু মারা গেছে। জেলায় বন্যা দুর্গতদের জন্য ৪৬১ টি আশ্রয় কেন্দ্র প্রস্তুত রাখাসহ জরুরী সেবা দানের জন্য সাত উপজেলায় ৮টি মেডিকেল টিম গঠন করা হয়েছে। এ ছাড়া জেলা প্রশাসনের পক্ষ থেকে এখন পর্যন্ত দুর্গত এলাকায় ৬০ মেট্রিক টন চাল ও নগদ ৫ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে বিষয়েটি নিশ্চিত করেছেন জামালপুর জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মো. নায়েব আলী।