নতুন কোন করারোপ ছাড়াই শেরপুর পৌরসভার ২০২০-২১ অর্থবছরের প্রস্তাবিত বাজেট ঘোষণা করা হয়েছে। সোমবার (২৯ জুন) দুপুরে শহরের পৌর অডিটরিয়ামে স্থানীয় সাংবাদিক এবং নাগরিক ও সুশীল সমাজসহ টিএলসিসি সদস্যবৃন্দের (টাউন লেবেল কো-অর্ডিনেশন কমিটি) উপস্থিতিতে ৬৫ কোটি ৮৭ লাখ ১৫ হাজার টাকার প্রস্তাবিত বাজেট উপস্থাপন করেন পৌর মেয়র গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন।
শেরপুর পৌরসভার প্রস্তাবিত বাজেটে রাজস্ব খাতে ১১ কোটি ৮৯ লাখ ৭৭ হাজার ৩৮৩ টাকা আয় এবং ১১ কোটি ৪৫ লাখ ২৬ হাজার টাকা ব্যয় ধরা হয়েছে। এ ছাড়া উন্নয়ন খাতে সরকারি মঞ্জুরি, তৃতীয় নগর পরিচালন অবকাঠামো উন্নতিকরণ প্রকল্প, বিএমডিএফ, জলবায়ু প্রকল্প ও মূলধনসহ ৫৩ কোটি ৯৭ লাখ ৩৮ হাজার ৫৬৬ টাকা পাওয়ার আশা করা হয়েছে। বাজেটে উন্নয়ণখাতে ৪৭ কোটি ২৪ লাখ ৭০ হাজার টাকা ব্যয় ধরা হয়েছে। প্রস্তাবিত বাজেটে উদ্বৃত্ত ধরা হয়েছে ৭ কোটি ১৭ লাখ ১৯ হাজার ৯৪৯ টাকা।
বাজেটের ওপর মুক্ত আলোচনায় অংশ নেন প্যানেল মেয়র আতিউর রহমান মিতুল, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ফখরুল মজিদ খোকন, শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রকাশ দত্ত, সমাজকর্মী রাজিয়া সামাদ ডালিয়া, প্রেসক্লাব সভাপতি শরিফুর রহমান, সাধারণ সম্পাদক মো. মেরাজ উদ্দিন প্রমুখ। এ সময় পৌর মেয়র নাগরিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন এবং বাজেট বাস্তবায়নে পৌর নাগরিকদের পরামর্শ ও সার্বিক সহযোগিতা কামনা করেন। অনুষ্ঠানে জেলার কর্মরত বিভিন্ন ইলেকট্র্রনিক, প্রিন্ট ও অনলাইন মিডিয়ার সংবাদকর্মী, পৌর পরিষদের কাউন্সিলরবৃন্দ, কর্মকর্তা-কর্মচারিরা উপস্থিত ছিলেন।