কুষ্টিয়া জেলার দৌলতপুর থানাধীন মথুরাপুর আশ্রায়ণ প্রকল্প সংলগ্ন গোরস্থানের সামনে পাঁকা রাস্তার উপর একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ১টি বিদেশি পিস্তুল, ১টি ম্যাগাজিন, ৪ রাউন্ড গুলিসহ জাহাঙ্গীর মাঝিকে (২০) গ্রেপ্তার করে র্যাব।
রোববার (২৮ জুন) রাতে র্যাব-১২, সিপিসি-১, কুষ্টিয়া ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার স্বজল কুমার সরকার স্বাক্ষরিত এক বার্তায় এ তথ্য নিশ্চিত করে।
গ্রেপ্তার জাহাঙ্গীর মাঝি দৌলতপুর খাসমথুরাপুর এলাকার খোদা বক্স এর ছেলে।
র্যাব-১২ কুষ্টিয়া ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার স্বজল কুমার সরকার জানান, পরবর্তীতে আসামির বিরুদ্ধে কুষ্টিয়া জেলার দৌলতপুর থানায় একটি অস্ত্র মামলা দায়ের করা হয়েছে।