পাশর্^বতি দেশ ভারতের উজান থেকে নেমে আসা পাহাড়ী ঢল ও ভারী বর্ষনে জামালপুরে যমুনার পানি হু হু করে বৃদ্ধি পাচ্ছে। অব্যাহত পানি বৃদ্ধির ফলে যমুনার পানি বাহাদুরাবাদ ঘাট পয়েন্টে গত ২৮জুন রবিবার বিকাল ৩টা নাগাদ ২৪ ঘন্টায় ৩৮ সেন্টি মিটার বৃদ্ধি পেয়ে বিপদসীমার ৬৩ সেন্টিমিটার উপড় দিয়ে প্রবাহিত হচ্ছে। বিষয়টি নিশ্চিত করেছেন জামালপুরের পানি উন্নয়ন বোর্ড (পাউবো) এর নির্বাহী প্রকৌশলী মো. আবু সাঈদ ও পানি মাপক গেজ পাঠক আব্দুল মান্নান। ফলে দেওয়ানগঞ্জ উপজেলার বাহাদুরাবাদ,চুকাইবাড়ি, চিকাজানী ইউনিয়ন ও দেওয়ানগঞ্জ পৌর শহরের আংশিক এবং ইসলামপুর উপজেলার পার্থশী,কুলকান্দি, বেলগাছা, চিনাডুলি, নোয়ারপাড়া ও সাবধুরী ইউনিয়ন বন্যার পানিতে তলিয়ে গেছে। এতে করে ওই দুই উপজেলার প্রায় ২৫হাজার মানুষ পানি বন্দি হয়ে পড়েছে।
সাবধুরী ইউপির চেয়ার ম্যান জয়নাল আবেদীন বিএসসি বলেন,তার সাপধরী ইউনিয়নের প্রজাপতি, চরশিশুয়া, চরনন্দনের পাড়া, আমতলী,কাশারীডোবা,কটাপুর,আকন্দ পাড়া,মন্ডলপাড়া ও চেঙ্গানিয়া চরাঞ্চল সমুহের প্লাবিত হয়ে বহু কৃষকের পাট ও আউশ ধান ক্ষেত পানির নিচে তলিয়ে গেছে। এসব চরাঞ্চলের কমপক্ষে ৩হাজার বাড়ীঘরে বন্যার পানি প্রবেশ করেছে।
চিনাডুলি ইউপি চেয়ারম্যান আব্দুস ছালাম জানান, এ বছরের আগাম বন্যায় নি¤œাঅঞ্চল এলাকায় রাস্তা ঘাট যাতায়াত বন্ধ এবং যমুনা চরাঞ্চল বন্যা কবলিত এলাকায় বিশুদ্ধ পানি ও গো-খাদ্যের সংকট দেখা দিয়েছে।নি¤œাঅঞ্চল এলাকায় বেশীরভাগএলাকাপানিরনিচেতলিয়েএতে ৪হাজারপরিবারেরপ্রায়৬হাজার মানুষপানিবন্দি হয়েপড়েছে।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মেহেদী হাসান টিটু জানান- উপজেলার ৫টি ইউনিয়নে ৩২টি গ্রামের ৭হাজার ৮৭০টি পরিবারের প্রায় ৩১ হাজার ৪৮৫ জন মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। বন্যা নিয়ন্ত্রণ করার জন্য সরকারিভাবে ১০৭টি আশ্রয়ন কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে ও পানিবন্দী মানুষদের জন্য পর্যাপ্ত পরিমাণ ত্রাণ, শুকনো খাবার, ওষুধ সামগ্রী মজুদ রয়েছে।
পাথর্শী ইউপি চেয়ারম্যান ইফতেখার আলম বাবুল জানান, শশারিয়াবাড়ী, পশ্চিম মোরাদাবাদ, পাথর্শী আংশিক, পশ্চিম মোজাআট, পশ্চিম হাড়িয়াবাড়ী, পশ্চিম গামারিয়া, খলিশাকুড়ি, পশ্চিম ঢেংগারগড়, জারুলতলা, বেড়েগাঁও, মহিষকুড়া গ্রামগুলো পানির নিচে তলিয়ে ২ হাজার পরিবার পানি বন্দি হয়ে পড়েছে ও মলমগঞ্জ-জারুলতলা বাজারের সাথে যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন রয়েছে। এছাড়াও বিভিন্ন এলাকার কাচা-পাকা রাস্তাগুলো পানিতে তলিয়ে গেছে।
বেলগাছা ইউপি চেয়ারম্যান আব্দুল মালেক জানান,পানি বৃদ্ধির ফলে যমুনার দ্বীপ চরের অধীকাংশ বাড়ি ঘরে পুিরতে সয়লাভ করেছে। বাদাম ক্ষেত ও বীজ তলার কাঁচা শাক সবজি,উঠতি ফসল ইক্ষু ও পাট পানির নিচে তলিয়ে ব্যাপক ক্ষতি হয়েছে।
এদিকে যমুনা নদীর পানি ও সার্বিক বন্যা পরিস্থিতি পর্যবেক্ষণ করতে জামালপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ মোকলেছুর রহমান বন্যা কবলিত বিভিন্ন এলাকা পরিদর্শন করেন। এ সময় উপজেলা পরিষদ চেয়ারম্যান এড জামান আব্দুন নাছের বাবুল,উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মিজানুর রহমান সাথে ছিলেন।