উজান থেকে নেমে আসা পাহাড়ী ঢল ও ভারী বর্ষনে জামালপুরে যমুনার পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। অব্যাহত পানি বৃদ্ধির ফলে যমুনার পানি বাহাদুরাবাদঘাট পয়েন্টে বৃদ্ধি পেয়ে বিপদসীমার বিকাল ৩টায় ২৫ সেন্টিমিটার উপড় দিয়ে প্রবাহিত হচ্ছে। ফলে পানিবন্দি হয়ে পড়েছে দেওয়ানগঞ্জ ও ইসলামপুর উপজেলার প্রায় ১০ হাজার মানুষ। পানি বৃদ্ধির সাথে পাল্লা দিয়ে বাড়ছে নদী ভাঙ্গন।
গত ২৭জুন শনিবার দুপুরে যমুনার পানি বিপদসীমা( ১৯.৫০ সে স্থলে ১৯.৭৫ সেন্টিমিটার) অথাৎ ২৫ সেন্টিমিটার উপড় দিয়ে প্রবাহিত হচ্ছিল। বিষয়টি নিশ্চিত করেছেন জামালপুর পানি উন্নয়ন বোর্ড বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। জানাযায় উজান থেকে নেমে আসা পাহাড়ী ঢলে ও ভারি বর্ষণের কারণে তা দ্রুত গতিতে বৃদ্ধি পেয়েছে। দেওয়ানগঞ্জ উপজেলার চিকাজানী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মমতাজ, বাহাদুরাবাদ, ইউনিয়নের চেয়ারম্যান সাকিরু জ্জামান রাখাল বলেন, যমুনার পানি বৃদ্ধি পাওয়ায় উপজেলার বাহাদুরাবাদ, চিকাজানী, চুকাইবাড়ি ইউনিয়নের প্রায় ১ হাজার পরিবারের কমপক্ষে ৩হাজার মানুষ পানিবন্দি হয়ে পড়েছে। ইসলামপুর উপজেলার বেলগাছার ইউপি চেয়ারম্যান আবদুল মালেক, চিনাডুলি ইউপির চেয়ারম্যান আবদুস ছালাম ও সাপধরী ই্উনিয়ন পরিষদের চেয়ারম্যান জয়নাল আবেদীন বিএসসি জানান, যমুনার পানি বৃদ্ধির ফলে উপজেলার, কুলকান্দি, বেলগাছা,চিনাডুলি,নোয়ারপাড়া ও সাপধুরি ইউনিয়নের বেশীর ভাগ এলাকা তলিয়ে গেছে এতে করে প্রায় ৩ হাজার পরিবারের প্রায় ৭হাজার মানুষ পানিবন্দি হয়ে পড়েছে। পানি বৃদ্ধির ফলে যমুনার দ্বীপ চরের বাদাম ক্ষেত ও বীজতলার কাঁচা শাক সবজি,উঠতি ফসল ইক্ষু ও পাট পানিতে তলিয়ে ব্যাপক ক্ষতি হয়েছে। অপর দিকে ইসলামপুর উপজেলার বেলগাছা ইউনিয়নের মুন্নিয়ারচর ও নোয়ারপাড়া ইউনিয়নের মাইজবাড়িসহ বেশ কিছু এলাকায় বিরামহীন ভাঙ্গন চলছে। এ বিষয়ে জামালপুরের পানিউন্নয়ন বোর্ড (পাউবো) এর নির্বাহী প্রকৌশলী মো. আবু সাঈদ বলেন, উজানের ঢলে ও ভারি বৃষ্টিপাতের কারণে যমুনার পানি বিপদসীমার ২৫সেন্টিমিটার উপড় দিয়ে প্রবাহিত হচ্ছে। পানি বৃদ্ধির ফলে আমরা সতর্কবস্থায় রয়েছি। এ বিষয়ে ইসলামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সদ্য করোনা জয়ী মো.মিজানুর রহমান বলেন, যমুনার নদীর বন্যাকবলিত এলাকা স্বরেজমিনে পরিদর্শন করেছেন।