'সবুজ পৃথিবী, সবুজে বাঁচি'স্লোগানে রংপুর জেলায় লক্ষাধিক গাছের চারা রোপণ ও বিতরণ কার্যক্রম শুরু করেছে ছাত্রলীগ। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে পরিবেশবান্ধব এই কার্যক্রম শুরু করেছে সংগঠনটি।
শনিবার (২৭ জুন) সকালে জেলার মিঠাপুকুর ডিগ্রী কলেজ, শঠিবাড়ী ডিগ্রী কলেজ ও জায়গীর স্কুল এ- কলেজ ক্যাম্পাসে তিন সহ¯্রাধিক চারা রোপণ করা হয়।
এসময় জেলা ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসান সিদ্দিকী রনি বলেন, গাছের সাথে বন্ধুত্ব গড়ে তুলতে হবে। মানুষ মানুষের ক্ষতি করতে পারে, কিন্তু গাছগাছালি প্রকৃতি আমাদের ক্ষতি করে না। বন্যা, জলোচ্ছ্বাস, ঘূর্ণিঝড়ে দেশের মানুষকে আগলে রাখে প্রকৃতি। বেশি বেশি করে বৃক্ষ রোপন করে সবুজ শ্যামলময় বাংলাদেশ গড়তে হবে।
রংপুর জেলার আট উপজেলায় এক লক্ষাধিক গাছের চারা রোপণ ও বিতরণের উদ্যোগ নিয়েছে ছাত্রলীগ। চলমান কার্যক্রমের অংশ হিসেবে মিঠাপুকুরে চারা রোপণ ও বিতরণ করা হয়।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা ছাত্রলীগের সহ সভাপতি রাব্বি হাসান, যুগ্ম সাধারণ সম্পাদক সাজেদুর রহমান সাদ্দাম, সাংগঠনিক সম্পাদক আতিকুর রহমান আতিকসহ মিঠাপুকুর উপজেলা ছাত্রলীগের নেতা-কর্মীরা।
গাছের চারা রোপণ শেষে স্বাস্থ্যবিধি মেনে শারীরিক দূরত্ব বজায় রেখে শিক্ষার্থীদের মধ্যে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়।