উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও টানা ৫ দিনের বর্ষণে কুড়িগ্রামের চিলমারীতে ব্রহ্মপুত্র নদে অব্যাহত ভাবে পানি বৃদ্ধি পেয়ে নতুন নতুন এলাকা প্লাবিত হয়ে ৪০ হাজার মানুষ পানি বন্দি হয়ে পড়েছে। উপজেলার মাইলডাঙ্গা, টোন গ্রাম, নটারকান্দি, কড়াই বরিশাল, মনতোলা, ঘোড়ারকুটি, চাচলা, ঢুষমারা, মাঝস্থল এলাকা প্লাবিত হয়ে এ সব মানুষ পানি বন্দি হয়ে পড়ে। পানি বন্দি লোক জন বাড়ি ঘর ছেড়ে উচু স্থান সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আশ্রয় নিচ্ছেন। আমন বীজতলা, মরিচ, বেগুন টাল ক্ষেত তলিয়ে যাওয়ায় ব্যাপক ক্ষতি সাধিত হওয়ার আশংকায় কৃষকরা হতাশা গ্রস্থ হয়ে পড়েছে। গবাদি পশুনিয়ে বিপাকে বন্যা কবলিত এলাকার লোক জন। পাউবো জানায়, চিলমারী পয়েন্টে ব্রহ্মপুত্রনদে গত ২৪ ঘন্টায় ২৯ সেন্টি মিটার পানি বৃদ্ধি পেয়ে বিপদ সিমার ৩৮ সেন্টি মিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। অপর দিকে রাজার ভিটা থেকে মাঝস্থল পর্যন্ত বাঁধের রাস্তা সংস্কার কাজ ঠিকাদারী প্রতিষ্ঠানের অবহেলায় শেষ না হওয়ায় তা যে কোন মুর্হুতে পানির তোড়ে ভেঙ্গে যেতে পারে বলে সংশ্লিষ্ট এলাকার লোক জন আশংকায় দিনাতিপাত করছেন।