অনুমতিহীন স্থানে নিয়ম-নীতি উপেক্ষা করে গরু-ছাগলের হাট বসার অভিযোগ উঠেছে নেত্রকোনার কলমাকান্দা উপজেলায়। এতে করে সরকারের কাছ থেকে ইজারা নেয়া প্রকৃত ইজারাদাররা আর্থিকভাবে ক্ষতির সম্মুখীন হচ্ছেন। একই সঙ্গে সরকার লাখ লাখ টাকার রাজস্ব হারাচ্ছে।
এর প্রতিকার চেয়ে জেলা প্রশাসক বরাবরে ও উপজেলা প্রশাসনকে অনুলিপি দিয়ে গত মঙ্গলবার লিখিত অভিযোগ জমা দিয়েছেন উপজেলার পাঁচগাও বাজারের ইজারাদার মো. রতন মিয়া ও নাজিরপুর বাজারের ইজারাদার মো. হযরত আলী।
অবৈধভাবে গরু-ছাগলের হাট গুলো উচ্ছেদের জন্য লিখিত অভিযোগ থেকে জানা যায়, ১৪২৭ বাংলা সনের নাজিরপুর ও পাঁচগাও বাজারের ইজারাদার হিসেবে অভিযোগকারীগণ প্রাপ্ত হন। এই দুই বাজার ব্যতিত গরু-ছাগল বিক্রির জন্য অন্য কোথাও হাট বসার কোন সরকারি অনুমতি নেই। অপরদিকে অবৈধভাবে উপজেলার কলমাকান্দা, সিধলী, উদয়পুর ও বাউসাম বাজারে নিয়মিত গরু-ছাগলের হাট বসছে। কিন্তু এ সকল অবৈধ হাট বসার কারনে প্রকৃত ইজারাদারদের আদায় কমে যাওয়াতে তারা অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্থ হচ্ছেন।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সোহেল রানা জানান, অভিযোগের কপি এখন পর্যন্ত পাইনি তবে অভিযোগ পেলে প্রতিকারের জন্য কঠোর আইনি পদক্ষেপ নিয়ে অবৈধ গরু-ছাগলের বাজারগুলো বন্ধ করে দেয়া হবে।