ফেনীর ফুলগাজীতে করোনা উপসর্গ নিয়ে দু'জনের মৃত্যু হয়েছে।শনিবার সকালে আনন্দপুর ইউনিয়নের হিন্দু ধর্মাবলম্বী দিপু চন্দ্র শর্মা ও মুন্সিরহাট ইউনিয়নের জামুড়া চৌধুরী বাড়ীর বাসিন্দা আনোয়ার হোসেন শুক্রবার রাতে মৃত্যুবরণ করেছেন।
দিপু শর্মার ছেলে রুপম শর্মা জানান,জ্বর কাশি শ্বাসকষ্ট সমস্যা নিয়ে গত ৮-১০ দিন ধরে ফেনী জেনারেল হাসপাতালে চিকিৎসা নিচ্ছিলেন তার বাবা দিপু চন্দ্র শর্মা। কিন্তু সেখানে সঠিক সেবা না পেয়ে শুক্রবার গভীর রাতে চট্রগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে শনিবার ভোরে শারীরিক অবস্থা আরো অবনতি হয়ে তার মৃত্যু ঘটে।পরে করোনা সন্দেহে তার নমুনা সংগ্রহ করে উপজেলা স্বাস্থ্যবিভাগ।তিনি উপজেলার আনন্দপুর ইউনিয়নের মনরঞ্জন শর্মার ছেলে।
এছাড়া একই উপজেলার আনোয়ার হোসেন(৪৫) নামে এক ব্যক্তি জ্বর কাশি শ্বাসকষ্ট সহ করোনা উপসর্গ নিয়ে মৃত্যুবরণ করেছেন।তিনি মুন্সিরহাট হাট ইউনিয়নের ৫নং ওয়ার্ড উত্তর জামুড়া চৌধুরী বাড়ীর বাসিন্দা।
স্থানীয় ইউ পি সদস্য নুর আহম্মদ জানান,শুক্রবার রাতে উপজেলা প্রশাসনের সহায়তায় তাকে বিশেষ ব্যবস্থায় দাফন দেয়া হয়েছে। তার করোনা সন্দেহে নমুনা সংগ্রহ করেছে জেলা স্বাস্থ্যবিভাগ।