রংপুর মহানগর আওয়ামীলীগের উদ্যোগে ও ২৭ নং ওয়ার্ড আওয়ামীলীগের আয়োজনে রংপুর কারমাইকেল কলেজ জামে মসজিদ ও কারমাইকেল কলেজ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে সহ বিভিন্ন স্থানে বৃক্ষে চারা রোপন কর্মসূচীর উদ্বোধন করেন রংপুর মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক তুষার কান্তি মন্ডল। গতকাল শুক্রবার সকাল ১১ টায় কারমাইকেল কলেজে বৃক্ষে চারা রোপন কর্মসূচীতে উপস্থিত ছিলেন রংপুর মহানগর আওয়ামীলীগের সাবেক বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক ওবায়দুর রহমান ময়না, সাবেক সহ সভাপতি দিলশাদ হোসেন মুকুল, ২৭ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি আব্দুল গনি দুলাল, ২৮ নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুল কাদের জিলানী, ২২নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম সফি, সহ সভাপতি শাহিন, ২১ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি তৌহিদুল ইসলাম, বংলাদেশ ব্যাংক এমপ্লোয়িজ শাখা (সিবিএ) সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, জেলা স্বেচ্ছা সেবকলীগের দপ্তর সম্পাদক এ্যাড. সিরাজুল ইসলাম খান রবিন, এ্যাড. শিল্পি কবির, মহিলা আওয়ামী নেত্রী মাজেদা বেগম পিংকি, আওয়ামী নেতা নুর আমিন,কবির, ছাত্রলীগ নেতা আবু রাহান চৌধুরী রাকিব সহ অন্যান্য নেতৃবৃন্দ।