পিরোজপুর জেলা বিএনপি’র কার্যালয়ে ২৪ জুন বিকালে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের শতাধীক মুক্তিযোদ্ধাদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। পিরোজপুর জেলা বিএনপি’র সদস্য এম আনোয়ারুল ইসলাম পলাশের পক্ষে জেলা জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সভাপতি আব্দুস ছালাম বাতেন উপস্থিত ছিলেন। অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সাধারণ সম্পাদক মির্জা জহিরুল হক, যুগ্ম সাধারন সম্পাদক শেখ শহিদুল্লাহ, কৃষি বিষয়ক সম্পাদক সাইদুর কবির বাচ্চু, জেলা বি এন পির সদস্য এমাদুল হক শানু, জেলা যুবদলের দপ্তর সম্পাদক ইকবাল মাহামুদ সবুজ প্রমূখ। এ সময় জেলা জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সভাপতি আব্দুস ছালাম বাতেন জানান, এম আনোয়ারুল ইসলাম পলাশ বীর মুক্তিযোদ্ধা শহীদ রাষ্ট্রপ্রতি জিয়াউর রহমান এর আদর্শের সৈনিক তাই আজ বাংলাদেশে মাহামারী কোভিট-১৯ এর ভয়াবহ পরিস্থির মুখমুখিতে ৭১এর সৈনিকদের পাশে দাড়িয়েছেন। এ বিষয়ে জেলা বিএনপি’র সদস্য এম অনোয়ারুল ইসলাম পলাশ বললে, মাহামারী কোভিট-১৯ এর ভয়াবহ পরিস্থিতিতে পিরোজপুর জেলার ৪ উপজেলায় জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা ও অসহায় পঙ্গুদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন।